National

করমর্দনের আগে অবশ্যই এটা জেনে নেবেন, পরামর্শ প্রমোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর

করমর্দন বা হ্যান্ডশেক করা একটা সৌজন্যের মধ্যে পড়ে। তবে এবার থেকে করমর্দনের আগে এটা অবশ্যই জেনে নিতে পরামর্শ দিলেন প্রমোদ রাজ্যের মুখ্যমন্ত্রী।

Published by
News Desk

এ রাজ্যের অর্থনীতিটাই দাঁড়িয়ে আছে তাদের পর্যটনের ওপর। বহু মানুষের জীবিকাও পর্যটনের সঙ্গে যুক্ত নানা কাজকর্ম। সেই সমুদ্র বিলাসের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবার এক অন্য পরামর্শ দিলেন সকলকে।

প্রমোদের পরামর্শ, কারও সঙ্গে করমর্দন করার আগে অবশ্যই তাঁর কাছে আগে জেনে নিতে হবে তিনি করোনা প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন কিনা! তারপরই উচিত করমর্দন করা।

প্রমোদ সাওয়ান্ত চিন্তা ব্যক্ত করে জানান তাঁর রাজ্য গোয়ায় এখনও এমন ১ লক্ষ ৩০ হাজার মানুষ রয়েছেন যাঁরা করোনা প্রতিষেধকের দ্বিতীয় ডোজ গ্রহণ করেননি। এই টিকা গ্রহণ এড়িয়ে যাওয়া নিয়ে যে তিনি যথেষ্ট চিন্তিত তা এদিন করমর্দনের প্রসঙ্গ টেনে বুঝিয়ে দিয়েছেন প্রমোদ সাওয়ান্ত।

গোয়ায় বহু পর্যটকের নিত্য আনাগোনা। এঁদের মধ্যে অনেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, কেউ আসেন বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে। ফলে গোয়ার স্থানীয় বাসিন্দারা প্রায় দিনই বাইরে থেকে আসা মানুষের সংস্পর্শে এসে পড়েন।

এখানেই চিন্তা আরও বাড়ছে গোয়া প্রশাসনের। এঁদের কেউ যদি করোনা সংক্রমণের শিকার হন তাহলে রাজ্যের স্থানীয় বাসিন্দারাও তাতে আক্রান্ত হবেন।

এমনকি মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, যদি কেউ ২টি ডোজ সম্পূর্ণ করে নেন, তাহলে ওমিক্রন সংক্রমণ হলেও তা বাড়াবাড়ি পর্যায়ে যাবেনা।

প্রমোদ সাওয়ান্ত এদিন আরও বলেন, তাঁরা যে গোয়ায় টিকা নিতে সক্ষম মানুষদের ১০০ শতাংশকে টিকা দিতে লড়াই চালাচ্ছেন তা কেবল ঘোষণার জন্য নয় যে তাঁরা ১০০ শতাংশ সম্পূর্ণ করেছেন, বরং তা মানুষের সুরক্ষার কথা ভেবে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk