National

শৈলশহরে বৃষ্টি, আশপাশে মরসুমের প্রথম তুষারপাত, পর্যটকরা ছুটছেন বরফ দেখতে

শৈলশহর ভিজছে বৃষ্টিতে। কিন্তু তার আশপাশের যত পাহাড়ি এলাকা সেখানে শুরু হয়েছে তুষারপাত। মরসুমের প্রথম তুষারপাত হল এসব এলাকায়।

Published by
News Desk

জম্মু কাশ্মীর জুড়ে তুষারপাত শুরু হয়েছে অনেকদিন আগে থেকেই। যাঁরা জম্মু কাশ্মীর নয়, হিমাচলের সৌন্দর্যে মুগ্ধ হতে পছন্দ করেন তাঁরা হাজির হন শৈলশহর সিমলায়।

সিমলা তুষারপাতে সাদা হয়ে যায়নি। এই মরসুমে সেখানে এখনও তুষারপাত অধরা। তবে এখানে হাজির হওয়া পর্যটকেরা যেই সোমবার জানতে পারেন যে সিমলায় না হলেও তার আশপাশের বিভিন্ন জায়গা বরফের চাদরে ঢাকা পড়েছে, তখনই তাঁরা সেখানে ছুট দেন।

সিমলায় বৃষ্টি হলেও কুফরি, নারকান্দায় দারুণ তুষারপাত হয়েছে। সোমবার যখন সিমলা বৃষ্টিতে ভিজছিল তখন কুফরি, নারকান্দা মুড়ে যাচ্ছিল তুষারপাতে।

বরফের সেই সাদা চাদর আর আকাশ থেকে নেমে আসা গুঁড়িগুঁড়ি তুষার দেখতে সেখানে চলে আসেন পর্যটকেরা। মরসুমের প্রথম তুষারপাত এখানে হওয়ার পাশাপাশি অনেক তরুণ মুখ জীবনে প্রথম তুষারপাত দেখল স্বচক্ষে। যা তাঁদের জন্য ছিল এক মনে রাখার মত স্মৃতি।

জম্মু কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়ে সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হচ্ছে। ঝলমলে আকাশ ফের ফেরত আসছে।

এদিকে হিমাচলের অনেক পাহাড়ি অঞ্চলে এদিন থেকে মরসুমের প্রথম তুষারপাত শুরু হল। যা মঙ্গলবার পর্যন্ত বজায় থাকবে বলেই জানানো হয়েছে।

সিমলায় বৃষ্টি হলেও তাপমাত্রা রয়েছে ৫ ডিগ্রিতে। সেখানে কুফরিতে পারদ নেমেছে মাইনাস ১ ডিগ্রিতে। এছাড়া লাহুল স্পিতি, চাম্বা, কুলু এবং কিন্নরে তুষারপাত শুরু হয়েছে। যা সেখানকার পারদকে অনেকটা নামিয়ে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk