National

অকাল দিওয়ালীর আয়োজন, আতসবাজি, রঙিন আলোয় মাতবে এক রাজ্য

দিওয়ালী পালনের মাস খানেকের মধ্যেই ফের আবার দিওয়ালীর আনন্দে মাততে চলেছে এই রাজ্য। পুড়বে আতসবাজি, চারিদিক সেজে উঠবে আলোয় আলোয়।

Published by
News Desk

আতসবাজির রোশনাই সন্ধের আকাশকে আলোয় ভরিয়ে দেয়। যে দৃশ্য কেবল দিওয়ালীর সময়ই ধরা পড়ে। এবার কিন্তু দিওয়ালীর পরও ধরা পড়বে সেই দৃশ্য।

অগ্রহায়ণের শেষে পৌঁছে ফের দিওয়ালীতে মেতে উঠবে দেশের একটি রাজ্য। আতসবাজি পোড়ানোর পাশাপাশি দিওয়ালীর মতই গোটা রাজ্য আলোয় আলোয় সেজে উঠবে।

আকাশে হবে লেজার আলোর খেলা। সব মিলিয়ে ফিরতি দিওয়ালীতে মেতে উঠবেন সকলে। কিন্তু কেন এমন অকাল দিওয়ালীর আয়োজন? কারণ রয়েছে বটে।

আগামী ১৩ ডিসেম্বর এই অকাল দিওয়ালীতে মাততে চলেছে উত্তরপ্রদেশ। ওইদিন বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর উদ্বোধন রয়েছে।

সেই উপলক্ষে শুধু বারাণসী বলেই নয়, মেতে উঠতে চলেছে গোটা উত্তরপ্রদেশ। ওইদিন রাজ্যজুড়ে দীপোৎসব পালিত হবে। শুধু বিভিন্ন শহরেই নয়, গ্রামে গঞ্জেও আলোয় আলোয় ভরিয়ে তোলা হবে চারধার।

মাটির প্রদীপ বা টুনি লাইটের রোশনাইতে চারিদিক আলোকময় হয়ে উঠতে চলেছে ওইদিন। একদম উৎসবের মেজাজে দিনটি পালিত হবে উত্তরপ্রদেশে।

এই কাশী বিশ্বনাথ করিডোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন করিডোর উদ্বোধনের পর কাশীর গঙ্গাবক্ষে ভেসে পড়বেন তিনি।

বিশেষ নৌকায় করে গঙ্গায় ভেসে চারধার ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। করবেন গঙ্গা আরতি। এই অনুষ্ঠানে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকতে চলেছেন।

পুরো আয়োজনে রয়েছে যোগী আদিত্যনাথ প্রশাসন। প্রধানমন্ত্রী ওইদিন কাশীতেই থাকবেন। পরদিনও তাঁর বেশকিছু কর্মসূচি থাকছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk