National

এবছর দেশের কোথায় কেমন শীত পড়বে জানিয়ে দিল আবহাওয়া দফতর

যদিও পশ্চিমবঙ্গে শীতের দেখা তেমন নেই। তবে ক্যালেন্ডার বলছে শীত দরজায় কড়া নাড়ছে। এবছর দেশে কোথায় কেমন শীত পড়বে জানিয়ে দিল আবহাওয়া দফতর।

Published by
News Desk

অগ্রহায়ণ মাসের মাঝামাঝি পৌঁছেও এ রাজ্যে শীতের দেখা নেই। একের পর এক নিম্নচাপ শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবে শীত আসছে।

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি শীতের আবহে কাটে। এ বছর ভারতে কোথায় কেমন শীত পড়বে তা জানতে মুখিয়ে থাকেন সকলে। শীতটা উপভোগ করেন দেশের অধিকাংশ অংশের মানুষ।

আবহাওয়া দফতর জানিয়েছে সার্বিকভাবে এবার দেশে শীত পড়বে স্বাভাবিক। অনেক জায়গায় স্বাভাবিকের চেয়েও নিচে নামবে পারদ। কোথায় কেমন ঠান্ডা পড়বে তাও পরিস্কার করেছে আবহাওয়া দফতর।

মৌসম ভবন জানিয়েছে, এবার দেশে স্বাভাবিকের চেয়েও সর্বনিম্ন পারদ নিচে নামতে পারে উত্তর কর্ণাটক, মারাঠওয়াড়া এবং তেলেঙ্গানার কিছু অংশে। অন্যদিকে সর্বনিম্ন পারদ স্বাভাবিক ও স্বাভাবিকের চেয়েও বেশি থাকতে পারে উত্তরপশ্চিম ভারত, উত্তরপূর্ব ভারত এবং হিমালয়ের পাদদেশের কিছু এলাকায়।

অন্যদিকে স্বাভাবিকের চেয়ে বেশি সর্বোচ্চ পারদ রেকর্ড হতে পারে উত্তরপশ্চিম ভারতের কিছু অংশ এবং উত্তরপূর্ব ভারতে।

আবহাওয়া দফতর জানিয়েছে প্রশান্ত মহাসাগরের ওপর নিরক্ষীয় অঞ্চলে লা নিনা দুর্বল অবস্থায় রয়েছে। তবে তা শক্তি ফিরে পাবে বলেই মনে করা হচ্ছে। আর তা শক্তি ফিরে পাবে এই শীতেই।

লা নিনা হল প্রশান্ত মহাসাগরের জলের উপরিভাগের তাপমাত্রা। যা ঠান্ডা হলে তার প্রভাব পড়ে ভারতেও। প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের জলের উপরিভাগের তাপমাত্রার দিকে কড়া নজর রেখেছেন আবহবিদেরা। যার ওপর ভারতের শীত অনেকটা নির্ভর করে আছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk