National

কোটি টাকা খরচে তৈরি ফুটবল মাঠে রাতারাতি ক্রিকেটের পিচ বানাল পঞ্চায়েত

কোটি টাকা খরচ করে ফুটবলের জন্য উপযুক্ত করে তোলা হয়েছিল মাঠ। কিন্তু সেই মাঠ রাতারাতি খুঁড়ে ক্রিকেট পিচ বানিয়ে দিল স্থানীয় পঞ্চায়েত।

Published by
News Desk

হঠাৎ করেই ১ কোটি টাকা খরচ করে মাঠ তৈরি করেনি তারা। এজন্য ২০২০ সালে ভারতের এই অন্যতম প্রধান ফুটবল ক্লাবের সঙ্গে স্থানীয় পঞ্চায়েতের মউ স্বাক্ষর হয়েছিল।

স্থির হয়েছিল গ্রামের ২টি মাঠ ক্লাব তৈরি করে দেবে। একটি তৈরি হবে ক্লাবের ফুটবলারদের অনুশীলনের জন্য। অন্যটি তৈরি করা হবে স্থানীয়রা যাতে সেখানে ফুটবল খেলতে পারে সেজন্য। এতে স্থানীয় ছেলেরা খেলার সুযোগ পাবে।

সেই মর্মেই মউ স্বাক্ষরিত হয়েছিল গোয়ার অন্যতম প্রধান ফুটবল ক্লাব এফসি গোয়া ও উত্তর গোয়ার সালভাদোর দো মুন্ডো গ্রামের পঞ্চায়েতের মধ্যে। এরপর ২টি মাঠকে ফুটবল খেলার উপযুক্ত করে গড়ে তোলে ভারতের অন্যতম সেরা ফুটবল ক্লাব এফসি গোয়া।

গত রবিবার ক্লাব কর্তৃপক্ষ জানতে পারে যে তাদের ক্লাবের খেলোয়াড়দের অনুশীলনের জন্য যে মাঠটিকে তারা প্রায় ১ কোটি টাকা খরচ করে তৈরি করেছিল সেখানে রাতারাতি মাটি খুঁড়ে এক জায়গায় ক্রিকেটের পিচ তৈরি করে দেওয়া হয়েছে।

আর কাজটি করেছে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ স্থানীয় গ্রাম পঞ্চায়েত। মাটি খুঁড়ে সেখানে রাতারাতি কংক্রিট করে দেওয়া হয়েছে। স্থানীয়দের ক্রিকেট মাঠ উপহার দিতে এই কাজ তারা করেছে বলে গেছে।

চুক্তি থাকলেও পঞ্চায়েত যে মাঠ খুঁড়ে ক্রিকেট পিচ বানাচ্ছে তা তারা ক্লাবকে জানায়নি। এদিকে ক্লাব পুরো বিষয়টায় প্রবল ক্ষুব্ধ। তারা সাফ জানিয়েছে যেভাবে ক্রিকেট পিচ বানানো হয়েছে তাতে ওই মাঠে ফুটবল খেলা সম্ভব নয়।

যেহেতু চুক্তি থাকা সত্ত্বেও এভাবে চুক্তি ভঙ্গ করা হয়েছে, তাই বিষয়টি নিয়ে পঞ্চায়েতের বিরুদ্ধে আদালতে যাচ্ছে এফসি গোয়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk