National

হাসপাতালে ছানি অপারেশন করতে গিয়ে দৃষ্টিশক্তি হারালেন ২৫ জন

ভাল হাসপাতাল বলে অনেকেই সেখানে হাজির হন। ছানি অপারেশন করান। সেই হাসপাতালে ছানি অপারেশন করিয়েই কিন্তু দৃষ্টিশক্তি খোয়ালেন ২৫ জন।

Published by
News Desk

গত ২২ নভেম্বর একটি চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়েছিল হাসপাতালে। সেখানে অনেকেই হাজির হয়েছিলেন। পরীক্ষার পর বেশ কয়েকজনকে ছানি অপারেশনের পরামর্শ দেন চিকিৎসকেরা। ওইদিনই ছানি অপারেশন হয় তাঁদের।

কিন্তু ছানি অপারেশনের কয়েক ঘণ্টা পর থেকেই শুরু হয় চোখে যন্ত্রণা। একজন জানিয়েছেন, অপারেশনের ঘণ্টা চারেক পর থেকেই শুরু হয় কষ্ট। চিকিৎসকদের জানানোয় তাঁরা পেনকিলার ওষুধ দেন। তখনকার মত ব্যথা কমলেও ফের তা কিছু পর থেকে শুরু হয়।‌

অন্য এক মহিলা জানিয়েছেন পেনকিলার দিয়ে ব্যথা কমানোর পর তাঁকে বাড়ি পাঠান চিকিৎসকেরা। কিন্তু যন্ত্রণা বাড়তে থাকায় পরদিন তিনি হাসপাতালে হাজির হন।

চিকিৎসকেরা উল্টে তাঁকেই যাতা বলেন। তিনি অবহেলা করেছেন বলে জানান চিকিৎসকেরা। ওই মহিলা প্রতিবাদ করলে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান তাঁর ওই চোখ বাতিল করতে হবে।

যা পরিস্থিতি তাতে ২৫ জনের এমন পরিস্থিতি হয়েছে। যাঁদের চোখে ভীষণভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তা থেকে মুক্তির উপায় এখন আর নেই। চোখ বাতিল করতে হবে তাঁদের। ওই চোখের দৃষ্টিশক্তি হারাবেন তাঁরা।

এই ঘটনায় হৈচৈ পড়ে গেছে বিহারের মুজফ্ফরপুরে। জুরান চাপরা এলাকার ওই হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়েছে।

প্রাথমিকভাবে এই পরিস্থিতি হাসপাতালের চরম গাফিলতির কারণেই হয়েছে বলে মনে করা হচ্ছে। যারা চিকিৎসার নামে ২৫ জনের জীবন থেকে একটা চোখের দৃষ্টি শক্তি কেড়ে নিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk