National

ওমিক্রনের টিকা দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে সর্বস্ব লুঠ

ওমিক্রন এখন বিশ্ব ত্রাসের আর এক নাম। ভারতে তার হদিশ না মিললেও তা নিয়ে দেশে আতঙ্ক রয়েছে। সেই ওমিক্রনকেই এবার কাজে লাগিয়ে দিল ডাকাতরা।

Published by
News Desk

ওমিক্রনের নাম এখন কমবেশি প্রায় সকলেই জেনে ফেলেছেন। করোনার এই নয়া ধরন চরম সংক্রামক। দক্ষিণ আফ্রিকায় প্রথম দেখা গেলেও এখন অন্য দেশেও ছড়িয়ে পড়ছে এই ওমিক্রনের সংক্রমণ।

যা নতুন করে বিশ্বকে গৃহবন্দি করে ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। সেই ওমিক্রন নামটাকে এবার হাতিয়ার করে বাড়িতে ঢুকল ডাকাতরা।

দরজায় কড়া নাড়ার শব্দ শুনে বাড়ির গিন্নি পিস্তা‌দেবী দরজা খুলে দেন। হাতে দস্তানা পরা এক ব্যক্তি নিজেকে স্বাস্থ্যকর্মী বলে পরিচয় দেয়। জানতে চায় বাড়ির সকলের টিকাকরণ হয়ে গেছে কিনা।

এরমধ্যে সেখানে হাজির হন পিস্তাদেবীর পুত্রবধূও। ওই ব্যক্তি তাঁদের জানায় সে ওমিক্রনের টিকা প্রদান করতে এসেছে।

ওমিক্রন টিকা নিয়ে সন্দেহ হওয়ায় পিস্তাদেবী যেই তাঁর স্বামী সম্পৎ সিংকে ফোন করতে যাবেন, তখনই তাঁর মাথায় বন্দুক ঠেকায় ওই ব্যক্তি। এরমধ্যেই বাড়িতে ঢুকে পড়ে তার সঙ্গে থাকা আরও ২ জন।

পিস্তাদেবী ও তাঁর পুত্রবধূকে বেঁধে একটি ঘরে বন্ধ করে দেয় তারা। তারপর বাড়িতে থাকা ৫০ গ্রাম সোনার গয়না, নগদ ও অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে সেখান থেকে বার হতে যায়।

এমন সময় পিস্তাদেবীর ছেলে বিক্রম সিং বাড়িতে ঢুকছিলেন। তাঁকে দেখে ওই ৩ জন নিজেদের স্বাস্থ্যকর্মী বলে জানিয়ে জানতে চায় তিনি টিকার ২টি ডোজ সম্পূর্ণ করেছেন কিনা।

বিক্রম যেই জানান যে তিনি ২টি ডোজই নিয়ে নিয়েছেন, তখন সেখান থেকে চলে যায় ৩ জন। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk