National

নিচের দিকে টানতেই ফেটে গেল বেলুন, ঝলসে গেল ৪ ছাত্র

এমন ঘটনা রবিবারের আনন্দঘন মুহুর্তটাই বরবাদ করে দিল। আনন্দের সকাল বদলে গেল মর্মান্তিক আবহে। আপাত নিরীহ বেলুন ফেটে ঘটল ভয়ংকর ঘটনা।

Published by
News Desk

এমন ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিলেননা। বরং শীত শীত আবহে রবিবার সকালে ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়েছিল একটি স্টেডিয়ামে। কেন্দ্রীয় মন্ত্রী হাজির ছিলেন সেখানে।

প্রতিযোগিতার উদ্বোধনও হয় মন্ত্রীর হাত দিয়েই। গোটা স্টেডিয়ামকে এই ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছিল।

উত্তরপ্রদেশের ফতেপুরের স্টেডিয়ামে রবিবার সকালে ছিল উৎসবের মেজাজ। একঘেয়ে জীবনের বাইরে এক সুন্দর সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।

নানা রংয়ের গ্যাসবেলুন উড়িয়ে উদ্বোধন হয় প্রতিযোগিতার। এভাবে গ্যাস বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন নতুন কিছু নয়। রঙিন বেলুন আকাশের দিকে উড়ে যাওয়া দেখতে সকলেরই ভাল লাগে।

এই গ্যাসবেলুনের গোছা মন্ত্রী ছেড়ে দিলেও তার একটির তলা থেকে বেরিয়ে থাকা সুতো চেপে ধরে ৪ ছাত্র। নেহাতই আনন্দে খেলার ছলে বেলুনগুলো সুতোয় টান দিয়ে নিচের দিকে নামানোর চেষ্টা করে তারা।

বেলুনে গ্যাস ভর্তি থাকায় সেগুলিকে নিচের দিকে টানতে যেতেই ঘটে যায় বিপত্তি। আচমকা এক এক করে ফাটতে শুরু করে সেগুলি। আর গ্যাসবেলুন হওয়ায় তা কার্যত বিস্ফোরণের মত শোনায়।

ধুমধাম করে প্রতিযোগিতার আয়োজন হলেও সেখানে কোনও চিকিৎসার সুবিধা ছিলনা। ফলে উচ্চ প্রাথমিকের ৪ আহত ছাত্রকে নিয়ে হাসপাতালে ছোটেন উদ্যোক্তারা। সেখানে চিকিৎসকেরা জানান ৪ ছাত্রেরই দেহে পোড়ার চিহ্ন স্পষ্ট। তাদের চিকিৎসা শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk