National

বরফ নিয়ে খেলছে ভূস্বর্গ, দ্রাসে গরম বেড়ে মাইনাস ১০

দেশের ২ কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর ও লাদাখ জুড়ে এখন শুধু বরফ আর বরফ। দ্রাসে আবার গরম একটু বেড়ে পারদ ছুঁল মাইনাস ১০ ডিগ্রি।

Published by
News Desk

ঝলমল করছে ভূস্বর্গের আকাশ। সোনালি রোদ লেপ্টে আছে পাহাড় থেকে উপত্যকায়। কনকনে ঠান্ডায় দুধ সাদা বরফে ঢেকেছে বাড়িঘর, রাস্তাঘাট, গাছপালা। যেদিকেই চোখ যাচ্ছে শুধুই বরফ। ঝলমলে রোদে তা নিয়েই মেতে উঠেছেন স্থানীয়রা।

বরফের গোলা বানিয়ে চলছে খেলা। কিছু পর্যটকেরও দেখা মিলেছে। বরফের গোলা বানিয়ে একে অপরকে ছুঁড়ে মারা হোক বা বরফ দিয়ে বরফের ওপর মূর্তি, বাড়ি বানানোর শিল্পে মেতে উঠেছেন গরম পোশাকে শরীর মোড়া মানুষজন। ছোট থেকে বয়স্ক, সকলেই যেন শিশুর মত মতে উঠেছেন বরফ খেলায়।

এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে কাশ্মীর ও লাদাখে এমন পরিস্থিতি বজায় থাকবে। আবহাওয়ার বিশেষ পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। ঝলমলে আকাশে তাই পারদ পতন ও তুষারপাত এখন অব্যাহত থাকবে।

দ্রাসে অবশ্য পারদ মাইনাস ১৪ ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েও এবার কিছুটা সেখানে গরম বেড়েছে। ফলে রবিবার দ্রাসে তাপমাত্রা পৌঁছেছে মাইনাস ১০-এর আশপাশে।

লেহ শহরেও পারদ পৌঁছেছে মাইনাস ১০.৫ ডিগ্রিতে। কার্গিলে তাপমাত্রা রেকর্ড হয়েছে মাইনাস ৬.২ ডিগ্রি। অন্যদিকে শ্রীনগরে পারদ রেকর্ড হয়েছে মাইনাস ০.২ ডিগ্রি, পহেলগামে রেকর্ড হয়েছে মাইনাস ৩ ডিগ্রি, গুলমার্গ-এ রেকর্ড হয়েছে মাইনাস ১.৫ ডিগ্রি।

কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার দাপট শুরু হলে এই ঝলমলে পরিবেশ বদলে যায়। তবে সে সম্ভাবনা এখন না থাকায় কনকনে ঠান্ডা থাকলেও আবহাওয়া ঝলমলে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk