National

রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ

Published by
News Desk

বহু টানাপড়েনের পর অবশেষে প্রেসিডেন্ট নির্বাচনে তাদের প্রার্থী ঠিক করতে সমর্থ হল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এদিন বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকের শেষে দলের সভাপতি অমিত শাহ জানিয়ে দেন তাঁদের তরফে প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন একসময়ের কানপুরের দলিত নেতা ৭১ বছর বয়সী রামনাথ কোবিন্দ। বর্তামানে যিনি বিহারের রাজ্যপালের আসন সামলাচ্ছেন। একসময়ে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবেও কাজ করেছেন কোবিন্দ। রাজ্যসভার সাংসদও ছিলেন। ৫ দিন পর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগে রাষ্ট্রপতি নির্বাচনে তাদের প্রার্থীর নাম ঠিক করা ছিল আবশ্যিক। তাই এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে মিলিত হন অমিত শাহ, রাজনাথ সিং, বেঙ্কাইয়া নাইডু, অরুণ জেটলি, সুষমা স্বরাজ সহ অন্যান্য শীর্ষ নেতারা। সেখানেই চূড়ান্ত হয় রামনাথ কোবিন্দের নাম।

 

Share
Published by
News Desk