Categories: National

জঙ্গি হামলায় রক্তে ভাসল উপত্যকা

Published by
News Desk

ফের রক্তাক্ত উপত্যকা। এদিন জঙ্গি হানায় শ্রীনগরে মৃত্যু হল ৩ পুলিশকর্মীর। প্রথম হামলাটি হয় জাদিবাল এলাকায় একটি থানার সামনে। সূত্রের খবর, জঙ্গিরা থানার সামনে এদিন আচমকাই এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ পুলিশ কনস্টেবল গুলাম মহম্মদ ও নাজির আহমেদ-এর। পরের হামলাটি হয় তেঙ্গপুরায় ১টি থানায়। এখানে থানার সামনে দাঁড়িয়ে থাকা কনস্টেবল মহম্মদ সাদিককে গুলি করে পালায় জঙ্গিরা। সঙ্গে নিয়ে যায় সাদিকের সার্ভিস রিভলভার। ২০১৩ সালের জুন মাসে শেষবার শ্রীনগরে হামলা চালিয়েছিল জঙ্গিরা। তার ৩ বছর পর ফের রক্তে ভাসল কাশ্মীরের রাজধানী। ফলে রাজ্যে নিরাপত্তা নিয়ে বিভিন্ন-মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Share
Published by
News Desk