National

বিয়েতে মদ্যপানের আয়োজন রাখলে নিতে হবে ১ দিনের লাইসেন্স

বিয়েতে বা অন্যকোনও অনুষ্ঠানে অনেকেই মদ্যপানের বন্দোবস্ত রাখেন। এতদিন তার জন্য অনুমতি লাগত না। এবার কিন্তু লাইসেন্স লাগবে।

Published by
News Desk

বিয়ের অনুষ্ঠানে মদ্যপানের বন্দোবস্ত উত্তর ভারতে অনেকদিনই প্রচলিত। এমনকি এখন পশ্চিমবঙ্গেও অনেক বিয়ের অনুষ্ঠানে বা পার্টিতে অতিথিদের জন্য এই বন্দোবস্ত থাকে।

এতদিন বিয়ে হোক বা অন্যকোনও অনুষ্ঠানে বা কোনও পার্টিতে মদ্যপানের আয়োজন রাখার জন্য কোনও বাড়তি অনুমতির দরকার ছিলনা। কিন্তু এখন থেকে লাগবে।

সারা ভারতে তা প্রযোজ্য না হলেও উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে লাগবে। মুজফ্ফরনগর জেলা প্রশাসন এই নির্দেশ জারি করেছে।

তারা জানিয়েছে এবার থেকে বিয়ে বা অন্যকোনও অনুষ্ঠানে মদ্যপানের আয়োজন রাখতে হলে ১ দিনের একটি লাইসেন্স নিতে হবে প্রশাসনের কাছ থেকে। এজন্য ১১ হাজার টাকা জমাও দিতে হবে। তবেই দেওয়া হবে এই ১ দিনের লাইসেন্স।

মুজফ্ফরনগরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, ব্যাঙ্কোয়েট হল, রিসর্ট, ফার্মহাউস সহ যেখানে যেখানে মানুষ সাধারণত বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠানে লোকজন খাওয়ানোর ব্যবস্থা করেন সেসব জায়গা বেছে সরকারি এই নির্দেশ পৌঁছে গিয়েছে। নির্দেশের চিঠি প্রত্যেকের কাছে দিয়ে দেওয়া হয়েছে।

এরপরও যদি কেউ এই লাইসেন্স না নিয়ে মদ্যপান সহ অনুষ্ঠানের আয়োজন করেন তাহলে তাঁকে বা আয়োজকদের শাস্তির মুখে পড়তে হবে বলেও পরিস্কার করে দিয়েছে প্রশাসন।

এই নির্দেশ জারি হওয়ার পর এখনও ৩টি আবেদন এই লাইসেন্স চেয়ে জমা পড়েছে প্রশাসনের কাছে। অন্য কোথাও লাইসেন্স না নিয়েই এমন আয়োজন হচ্ছে কিনা তা দেখার জন্য বিশেষ দল গঠন করেছে জেলা প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk