National

ফের সুশান্ত সিং রাজপুতের পরিবারে নামল অন্ধকার, ৫ সদস্যের অকাল মৃত্যু

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পরিবারে ফের নেমে এল অন্ধকার। গত বছর সুশান্তকে হারিয়েছে পরিবার। এবার হারাল তাদের আরও ৫ সদস্যকে।

Published by
News Desk

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পরিবারের ওপর ফের নেমে এল শোকের অন্ধকার। গত বছর ১৪ জুন পরিবার হারিয়েছে সুশান্তকে। সুশান্তের অকাল মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছে গোটা দেশ। সে সময় সুশান্তের রহস্য মৃত্যু নিয়ে যথেষ্ট সোচ্চার হয়েছিলেন তাঁর বোনেরা এবং জামাইবাবু ওপি সিং।

ওপি সিং একজন আইপিএস আধিকারিকও। হরিয়ানা পুলিশের এডিজি পদে কর্মরত ছিলেন তিনি। গত সোমবার তাঁর এক বোনের মৃত্যু হয় বিহারের পাটনায়।

শোনা মাত্র পাটনায় আসেন ওপি সিং। ওইদিনই শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর সুশান্ত সিংয়ের জামাইবাবু ওপি সিং ও আর বেশ কয়েকজন পারিবারিক সদস্য জামুই যাচ্ছিলেন। মঙ্গলবার সকালে তাঁদের এসইউভি গাড়িটি মাঝপথে দুর্ঘটনার শিকার হয়।

জানা গেছে ওই গাড়ির চালকের গাড়ি চালাতে চালাতে চোখ লেগে গিয়েছিল। গাড়িটি সেই সময় গিয়ে একটি এলপিজিবাহী ট্রাকে ধাক্কা মারে।

গতিতে থাকা গাড়ি কার্যত দুমড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওপি সিং, গাড়ির চালক এবং পরিবারের আরও ৪ সদস্যের। ঘটনায় গাড়িতে থাকা আরও ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুশান্তয়ের মৃত্যু শোক এখনও ভুলে উঠতে পারেনি পরিবার। তার মধ্যেই বাড়ির জামাই সহ আরও ৪ জনকে হারিয়ে কার্যত শোকস্তব্ধ গোটা রাজপুত পরিবার।

দুর্ঘটনার কথা শোনার পর বিহারের মন্ত্রী নীরজ সিং বাবলু ছুটে যান জামুইতে। নীরজ সিং সুশান্ত সিং রাজপুতের সম্পর্কে আত্মীয় হন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk