ফাইল : গরুর জন্য তৈরি শেড, ছবি - আইএএনএস
কোনও মানুষকে হাসপাতালে ভর্তি করার হলে অধিকাংশ সময় অ্যাম্বুলেন্সই ভরসা। এমনকি উঠতে পারেননা এমন মানুষকে চিকিৎসকের দরজা পর্যন্ত নিয়ে যেতে গেলেও সেই অ্যাম্বুলেন্স ভরসা।
এমন অনেক জায়গায় মানুষ থাকেন যেখানে চিকিৎসা পরিকাঠামো প্রায় নেই বা অত্যন্ত দুর্বল। সেখানে কঠিন রোগে আক্রান্ত কাউকে শহরের হাসপাতাল বা নার্সিংহোম পর্যন্ত আনতেও সেই অ্যাম্বুলেন্স ভরসা।
এতদিন ধারনা ছিল এই পরিষেবা কেবল মানুষই পেয়ে থাকেন। এবার কিন্তু সেই একই পরিষেবা পেতে চলেছে গরুরাও। কঠিন রোগে আক্রান্ত গরুকে পশু হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিতে এবার চালু হতে চলেছে গরুদের জন্য বিশেষ অ্যাম্বুলেন্স পরিষেবা।
গরুদের জন্য বিশেষ অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হতে চলেছে উত্তরপ্রদেশে। আপাতত পাইলট প্রকল্প হিসাবে মথুরা সহ উত্তরপ্রদেশের ৮টি জেলায় এই পরিষেবা চালু করা হতে চলেছে। যোগী আদিত্যনাথ সরকার এই ব্যবস্থা চালু করছে।
রাজ্যের দুগ্ধজাত পণ্য উন্নয়ন মন্ত্রী চৌধুরি লক্ষ্মীনারায়ণ জানিয়েছেন, ৫১৫টি অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার জন্য তৈরি। অ্যাম্বুলেন্সে একজন পশু চিকিৎসক ও তাঁর ২ সহযোগীও থাকবেন। যাঁরা অ্যাম্বুলেন্সেই অসুস্থ গরুর পরিচর্যা শুরু করবেন।
মানুষ খুব সমস্যায় পড়েন অসুস্থ গরুদের নিয়ে। তাদের অসুখ করলে পশু হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়াটাই একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। এবার সেই সমস্যা লাঘব হতে চলেছে।
অ্যাম্বুলেন্সেই অসুস্থ গরু পৌঁছে যাবে পশু হাসপাতালে। এজন্য লখনউতে একটি কল সেন্টার তৈরিই করা হচ্ছে। সেখানে ফোন করলেই মিলবে পরিষেবা। অ্যাম্বুলেন্স ঠিকানায় পৌঁছে যাবে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা