প্রবল বৃষ্টিতে বানভাসি চেন্নাই, ছবি - আইএএনএস
এ রাজ্যের ওপর নিম্নচাপের প্রভাব রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের আকাশ মেঘে ঢাকা। ভারতের দক্ষিণ প্রান্তের রাজ্যগুলি আবার বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে সম্পূর্ণ বিপর্যস্ত। খোদ চেন্নাই জলের তলায় চলে গেছে। তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের হাল বেহাল।
এদিন আবার ভারতের দক্ষিণের শেষ বিন্দু বলে পরিচিত কন্যাকুমারী শহরে প্রবল বৃষ্টি কার্যত স্তব্ধ করে দিয়েছে জনজীবন। একটানা বৃষ্টির পাশাপাশি কন্যাকুমারী জেলার কয়েকটি জলাধার থেকে জল ছাড়া হয়েছে। ফলে অনেক জায়গা বানভাসি চেহারা নিয়েছে।
কয়েকটি পাহাড়ি এলাকায় ধস নেমেছে। ফলে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। মানুষ কার্যত গৃহবন্দি হয়ে পড়েছেন। প্রবল বৃষ্টির জেরে অনেকেই বাড়ি থেকে বার হওয়ার চেষ্টা করেননি। এমনিতেই তামিলনাড়ু জুড়ে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে।
এক সমুদ্র শহর কন্যাকুমারীর যখন এমন বেহাল দশা তখন করমণ্ডল উপকূলের আর এক সমুদ্র শহর বিশাখাপত্তনমে অন্য ভয় মানুষকে পেয়ে বসে রবিবার সকালে।
সকাল তখন ৭টা ১৩ মিনিট। রবিবারের আলস্য কাটিয়ে পুরো শহর তখনও বিছানা ছাড়েনি। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। রিখটার স্কেলে অবশ্য কম্পনের মাত্রা খুব বেশি ছিলনা। খাতায় কলমে মৃদু কম্পনই হয়েছে। কম্পনের মাত্রা ছিল ১.৮।
তবে কম মাত্রার কম্পন হলেও বুঝতে পেরেছেন অনেকেই। কম্পন অনুভূত হয়েছে বিশাখাপত্তনমের পেডা ওয়াল্টেয়ার, সাগর নগর, ওয়ান টাউন, এমভিপি কলোনি সহ অন্যান্য জায়গায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…