পড়ুয়া, প্রতীকী ছবি
বাড়ির ছেলেকে এককথায় তাড়িয়ে দিয়েছে তার শিক্ষা প্রতিষ্ঠান। টিসি ধরিয়ে দেওয়া হয়েছে ছেলেকে। এটা শুনে যে কোনও অভিভাবকের মাথায় আকাশ ভেঙে পড়বে। এটা জানতে পেরেই তাই ওই ছাত্রের অভিভাবকরা ইন্টার কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যান। কিন্তু অধ্যক্ষ দেখা তো করেনইনি, এমনকি তাঁদের বলে পাঠান যে তিনি এমন ব্যবস্থা করেছেন যাতে ওই ছাত্র দেশের কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে না পারে।
দেখা যায় ওই দ্বাদশ শ্রেণির ছাত্রের টিসিতে অধ্যক্ষ লিখে দিয়েছেন যে ছাত্রটিকে টিসি দেওয়া হচ্ছে তার অপরাধ প্রবণতার জন্য। খুব স্বাভাবিকভাবে এমন ভয়ংকর কথা টিসিতে লেখা থাকার প্রভাব ছাত্রের কেরিয়ারে পড়ার কথা।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রতাপগড়ের যোগেশ্বর ইন্টার কলেজে। এই টিসি নিয়ে হৈচৈ শুরু হওয়ার পর বিষয়টি শিক্ষা দফতরের সামনেও এসেছে। দ্রুত বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা দফতরের সকলেই এটা মেনে নিচ্ছেন যে অধ্যক্ষের এমন কথা কখনওই লেখা উচিত হয়নি। অনেকের মতে, টিসি দেওয়া মানেই তো যথেষ্ট শাস্তি দেওয়া। তারপর আর এই কথাটা লেখা মানে তো ওই ছাত্রের শিক্ষা জীবন প্রায় নষ্ট করে দেওয়া!
ঘটনার তদন্ত চলছে। শিক্ষা দফতরের তরফে এটা স্পষ্ট করা হয়েছে যে অধ্যক্ষের টিসিতে লেখা বক্তব্য খতিয়ে দেখে তা ভুল প্রমাণিত হলে কড়া পদক্ষেপ করা হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা