National

মৃতকে ভেন্টিলেটরে দিয়ে টাকা আদায়ের অভিযোগ, তদন্তের নির্দেশ

ভয়ংকর বললেও কম বলা হয়। এ অভিযোগ এক পরিবারের তরফে করা হয়েছে। তাদের দাবি, মৃত ব্যক্তিকে ভেন্টিলেটরে শুইয়ে টাকা আদায় করছে একটি হাসপাতাল।

Published by
News Desk

মৃত ব্যক্তিকেও ভেন্টিলেটরে শুইয়ে টাকা আদায়ের চেষ্টা করেছে একটি বেসরকারি হাসপাতাল। এমন অভিযোগে চাঞ্চল্য ছড়াল। এমনিতেই সাধারণ মানুষের ধারনা বেসরকারি হাসপাতাল মানেই যেনতেন প্রকারেণ রোগীর পরিবারের কাছ থেকে যতটা সম্ভব টাকা আদায় করে নেওয়া। সেই ধারনাকে আরও জোরদার করল এই অভিযোগ।

এক ডেঙ্গি রোগীর দেখভালের দায়িত্বে যিনি ছিলেন তিনি দাবি করেছেন হাসপাতাল এভাবে টাকা আদায়ে চেষ্টা করছে। তিনি দাবি করেছেন, রোগীর আত্মীয় পরিজনকে তিনি বলতে শোনেন যে তাঁদের রোগী বেঁচে আছেন এবং ভেন্টিলেটরে আছেন। কিন্তু লুকিয়ে সেই ভেন্টিলেটরের কাছে গিয়ে দেখা গেছে ওই ব্যক্তি মৃত অবস্থায় শুয়ে আছেন। আর ভেন্টিলেটর মেশিনও চলছে না।

এমনকি সেখানে কোনও হাসপাতাল কর্মী বা চিকিৎসকও নেই। এই ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পরার পর হাসপাতালের বিরুদ্ধে এমন দাবি ঘিরে হৈচৈ শুরু হয়েছে।

উত্তরপ্রদেশের মোরাদাবাদের ব্রাইট স্টার হসপিটাল নামে ওই বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ অবশ্য এই দাবি মানতে চায়নি। তাদের পাল্টা দাবি পুরোটা ভুল বোঝানো হচ্ছে।

এদিকে এই অভিযোগ সামনে আসার পর হাসপাতালের বিরুদ্ধে এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই হাসপাতালটি এর আগেও খবরের শিরোনামে উঠে এসেছিল।

কয়েক মাস আগে এই হাসপাতালে মাত্র ১ ঘণ্টার মধ্যে ১৫ জন করোনা রোগীর মৃত্যু হয়। তখন উঠে এসেছিল অক্সিজেনের অভাবের দাবি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk