National

স্ট্রবেরি রংয়ের গা, দেশে প্রথম দেখা গেল অতিবিরল লেপার্ড

স্ট্রবেরি রংয়ের গা। লেপার্ডের রং এমন হয় নাকি। দেশে এমন লেপার্ড আগে কখনও দেখা যায়নি। কেন গোলাপি হল লেপার্ড, জানালেন বিশেষজ্ঞেরা।

Published by
News Desk

ভারতের ইতিহাসে এই প্রথম। এমন লেপার্ড এর আগে কখনও ভারতে দেখা যায়নি। কার্যত বিশ্বজুড়েই এমন লেপার্ডের দেখা মেলা দুর্লভ। ভারতে যে এই লেপার্ড দেখা গেছে তার প্রমাণ হিসাবে এর ছবিও পাওয়া গিয়েছে।

রাজস্থানের পালি জেলার রনকপুর এলাকায় আরাবল্লী পর্বতমালার অরণ্যে দেখা মিলেছে এই অতিবিরল লেপার্ডের। যার সারা গা স্ট্রবেরি রংয়ের। যাকে বন দফতর বলছে গোলাপি লেপার্ড।

এর আগে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় এমন এক গোলাপি লেপার্ডের দেখা মিলেছিল। তারপর দীর্ঘ অপেক্ষার পর ওই দক্ষিণ আফ্রিকাতেই ফের গোলাপি লেপার্ডের দেখা মেলে ২০১৯ সালে। তারপর ভারতে এই ২০২১ সালে দেখা মিলল গোলাপি লেপার্ডের।

ভারতের বিভিন্ন প্রান্তে লেপার্ড রয়েছে। কিন্তু তা যে গোলাপিও হতে পারে তা কেউ ভাবতে পারেননি। যদিও বন আধিকারিকরা বলছেন, আরাবল্লীর অরণ্যে ঘেরা রনকপুর বা কুম্ভলগড় এলাকার মানুষজনের অনেকেই দাবি করেছেন তাঁরা আগেও এই গোলাপি লেপার্ড দেখেছেন। কিন্তু এর ছবি এই প্রথম ক্যামেরাবন্দি হয়েছে। তাই এই প্রথম ভারতে এমন লেপার্ড দেখা গেল বলেই মনে করা হচ্ছে।

কেন লেপার্ডের রং স্ট্রবেরির মত হয়ে গেল? বিশেষজ্ঞেরা জানাচ্ছেন এর পিছনে রয়েছে জিনগত কারণ। আর সেই কারণেই তার রং গোলাপি।

প্রসঙ্গত আরাবল্লীর জঙ্গলে লেপার্ড অনেক রয়েছে। রয়েছে হায়েনা, নেকড়ে সহ অনেক জীবজন্তু। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk