National

গাছ চাপা পড়া যুবককে কাঁধে করে তুলে আনলেন মহিলা পুলিশ আধিকারিক

গাছ চাপা পড়েছেন এক যুবক। খবরটা পেয়েই ঘটনাস্থলে ছুটে যান তিনি। তারপর কাঁধে তুলে নেন সেই যুবককে। মহিলা পুলিশ আধিকারিকের এই প্রচেষ্টা তারিফ কুড়িয়েছে।

Published by
News Desk

খবর আসে একটি কবরখানা থেকে। সেখানকার এক কর্মী খবর দেন তাঁদেরই এক সহকর্মীর ওপর কবরখানার মধ্যেই একটি একটি গাছ উপড়ে পড়েছে। দুর্যোগের মধ্যে গাছ চাপা অবস্থায় তার নিথর দেহ পড়ে আছে। গাছ সরিয়ে ওই ২৮ বছরের যুবককে উদ্ধার করাও সম্ভব হচ্ছেনা।

খবরটা পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান চেন্নাই পুলিশের আধিকারিক ই রাজেশ্বরী। ঘটনাস্থলে পৌঁছে তিনি ওই যুবকের ওপর থেকে গাছ সরানোর বন্দোবস্ত করেন। তারপর ওই যুবককে পরীক্ষা করেন।

পরীক্ষা করতে গিয়ে রাজেশ্বরী বুঝতে পারেন যে যিনি ফোন করেছিলেন তিনি ওই যুবককে মৃত বললেও আসলে তিনি অজ্ঞান হয়ে গেছেন। তাঁর দেহে প্রাণ রয়েছে।

যা অবস্থা তাতে যত দ্রুত সম্ভব তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হবে। অগত্যা সময় নষ্ট না করে নিজেই ওই ২৮ বছরের যুবককে কাঁধে তুলে নেন রাজেশ্বরী।

একজন মহিলার পক্ষে ২৮ বছরের এক যুবককে কাঁধে নেওয়া মুখের কথা ছিলনা। রাজেশ্বরী জানান, আগের রাতে প্রচুর মদ্যপানের ফলে ওই যুবকের শরীর এমনিতেই ঠিক ছিলনা। তিনি তাঁকে কাঁধে তুলে নিয়ে রাস্তায় গিয়ে একটি অটো ধরেন।

চেন্নাই শহর এখন কার্যত বানভাসি। ফলে সেখানে হাসপাতাল পাঠানোর উপায়ও কঠিন হয়ে দাঁড়িয়েছে। ওই যুবককে অটোয় তুলে তাঁর বন্ধুকে সঙ্গে পাঠান রাজেশ্বরী। কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা অটোকে বলে দেন তিনি।

একজন মানুষকে বাঁচানোর জন্য এক মহিলা পুলিশ আধিকারিকের এই প্রচেষ্টা গোটা দেশের তারিফ অর্জন করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk