National

মাংস নয়, সেক্স নয়, অসৎ সংসর্গ নয়, সুস্থ সন্তান পেতে মায়েদের সরকারি পরামর্শ

Published by
News Desk

গর্ভবতী হলে মাংস খাবেন না। যৌন সম্পর্কে লিপ্ত হবেন না। এড়িয়ে চলুন অসৎ সঙ্গ। আধ্যাত্মিক চিন্তা করুন। ঘরে টাঙিয়ে রাখুন মন ভাল করা সুন্দর সুন্দর ছবি। এগুলো মেনে চললে এক সুস্থ সুন্দর শিশুর জন্ম দিতে পারবেন আপনি। হবু মায়েদের জন্য এমনই পরামর্শ দিল কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক।

আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবস। সেই উপলক্ষে একটি পুস্তিকা প্রকাশ করেছে আয়ুষ মন্ত্রক। পুস্তিকাটির আনুষ্ঠানিক প্রকাশ করেন আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ ‌যশু নায়েক।

গত মাসে গর্ভজ্ঞান অনুসন্ধান কেন্দ্র নামে জামনগরের একটি সংগঠন অর্থের বিনিময়ে দম্পতিদের সেরা বংশধর পাওয়ার সূত্র বাতলাতে মোটা টাকা চাইছিল। বিনিময়ে তারা শুদ্ধিকরণের মাধ্যমে শুভ দিন দেখে সঙ্গমের সময় বাতলে দিচ্ছিল। তা নিয়ে হৈচৈ হয়। তারপর কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের এই পুস্তিকা নয়া বিতর্কের জন্ম দিল।

কারণ চিকিৎসকেরা বলছেন, ভারতে বহু গর্ভবতী মহিলাই অপুষ্টি ও রক্তাল্পতার শিকার। মাংস থেকে তাঁদের দেহে প্রয়োজনীয় প্রোটিন পৌঁছতে পারে। যা তাঁদের সুস্থ রাখতে সাহায্য করবে। তাই উল্টে গর্ভাবস্থায় মাংস খাওয়ারই পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

পাশাপাশি মা ও শিশু ঠিক থাকলে, গর্ভাবস্থায় যৌন সঙ্গমও কোনও সমস্যা নয় বলেই অভিমত ব্যক্ত করেছেন তাঁরা। তবে এক্ষেত্রে একবার চিকিৎসকের সঙ্গে কথা বলে নেওয়া ভাল।

Share
Published by
News Desk