National

তাঁর দেহ থেকে রক্ত চুরি করা হয়েছে, পুলিশে অভিযোগ যুবকের

তাঁর দেহ থেকে তাঁকে না জানিয়ে রক্ত চুরি করে নেওয়া হয়েছে। এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ করে পুলিশের দ্বারস্থ হলেন এক যুবক।

Published by
News Desk

তাঁকে বুঝতে না দিয়ে তাঁর দেহ থেকে টেনে নেওয়া হয়েছে রক্ত। রক্ত চুরি করে নেওয়া হয়েছে। আর একাজ করেছেন তাঁরই এক পরিচিত। এমনই অভিযোগ দায়ের করলেন এক যুবক।

ওই যুবকের দাবি, ওই পরিচিত ব্যক্তি তাঁকে নেশা হয় এমন কিছু খাইয়ে প্রায় অচেতন করে একাজ করেছেন। ফয়জান নামে ওই যুবক পুলিশকে জানিয়েছেন, তিনি গত শনিবার বাসে সফর করছিলেন। সঙ্গে ছিলেন তাঁর কয়েকজন পরিচিত।

বাসে সফরকালে ফয়জানকে সিগারেট খেতে দেন এক পরিচিত ব্যক্তি। ফয়জান যাচ্ছিলেন তাঁর রক্ত পরীক্ষা করাতে। সেখানে রক্ত পরীক্ষা করাতে নিয়ে গেলেও আদপে তাঁর অচেতন অবস্থার সুযোগ নিয়ে তাঁর দেহ থেকে রক্ত বার করে নেওয়া হয়।

ফয়জানের পরিবারের তরফে জানানো হয়েছে শনিবার ফয়জান বাড়ি থেকে বার হওয়ার পর দীর্ঘক্ষণ কেটে যায়। কিন্তু তাঁর কোনও খবর না পেয়ে উদ্বিগ্ন হয়ে তাঁরা ফয়জানকে ফোন করেন। কিন্তু ফোন কেউ ধরেনি।

বারবার চেষ্টা করতে একবার ফোন ধরেন এক ব্যক্তি। ফোনে তিনি জানান সম্পর্কে তিনি ফয়জানের বন্ধু। এরপর রাতে বাড়ি ফিরে আসেন ফয়জান। তবে খুবই অসুস্থ অবস্থায়। বাড়ি ফেরার পর লুটিয়ে পড়েন ফয়জান।

ফয়জান ও তাঁর পরিবারের তরফে মাদক খাইয়ে শরীর থেকে রক্ত টেনে নেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk