National

শাস্তি দিতে স্কুলের দোতলার বারান্দা থেকে ছাত্রকে ঝুলিয়ে দিলেন হেডস্যার

ছাত্রকে সাজা দিতে গিয়ে আর একটু হলে তার প্রাণ কেড়ে নিচ্ছিলেন। শাস্তি দিতে স্কুলের দোতলার বারান্দা থেকে ছাত্রকে ঝুলিয়ে দিলেন হেডস্যার।

Published by
News Desk

এক ছাত্র স্কুলের দোতলার বান্দা থেকে শূন্য ঝুলছে। নিচে একতলার চাতাল। যেখানে আছড়ে পড়লে আর রক্ষে নেই। ছাত্রের একটা পা চেপে ধরে আছেন স্কুলের হেডস্যার। সেই অবস্থায় ঝুলছে ছাত্রটি।

হেডস্যারের এই শাস্তি চারপাশে ভিড় করে দেখছে ছাত্রছাত্রীরা। একতলাতেও পড়ুয়ারা উপর দিকে তাকিয়ে আছে ঝুলন্ত ছাত্রের দিকে।

হেডস্যারের হাত ফস্কালেই ছাত্রটি সোজা আছড়ে পড়বে একতলায়। যা তার জীবন কেড়ে নিতে পারে। এই অবস্থায় ঝুলতে ঝুলতেই ওই ছাত্র হেডস্যারের কাছে ক্ষমা চায় তার ভুলের জন্য।

জানায় আর কখনও সে এমন কাণ্ড করবেনা। ছাত্রের এই ক্ষমা চাওয়া শুনে হেডস্যারের মাথা ঠান্ডা হয়। তিনি ফের তাকে টেনে তুলে নেন ওপরে।

এই ঘটনার ছবি কিন্তু ক্যামেরাবন্দিও হয়। ছড়িয়ে পড়ে হুহু করে। ঘটনাটি নজরে আসে খোদ জেলাশাসকের। তিনি দ্রুত বেসিক এডুকেশন আধিকারিককে নির্দেশ দেন তিনি যেন পুরো ঘটনা তদন্ত করে দেখেন। শুধু তাই নয়, ওই হেডস্যারের বিরুদ্ধে পুলিশের অভিযোগ দায়েরেরও নির্দেশ দেন জেলাশাসক।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুরের আরাউরা এলাকার সদ্ভাবনা শিক্ষণ সংস্থান জুনিয়র বেসিক স্কুলে। দ্বিতীয় শ্রেণির ছাত্র সোনু যাদব খাওয়ার সময় দুষ্টুমি করে। তাতেই রেগে যান প্রধান শিক্ষক।

তিনি সোনুকে ধরে এনে তার একটা পা ধরে দোতলার বারান্দা থেকে ঝুলিয়ে দেন। এদিকে ঘটনা জানার পর হেডস্যারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সোনুর বাবা-মা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk