National

রাজ্যে নতুন অশান্তির খবর নেই, অনশন তুললেন শিবরাজ

Published by
News Desk

কৃষক আন্দোলনের জেরে অশান্ত মধ্যপ্রদেশে শান্তি ফেরাতে গত শনিবার থেকে ভোপালের দশেরা ময়দানে শান্তি অনশনে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখান থেকেই রাজ্যের শাসনভার চালাচ্ছিলেন। অনশনে বসার ২৮ ঘণ্টা পর রবিবার দুপুরে অনশন তুলে নেওয়ার কথা জানিয়ে দিলেন তিনি। ভাঙলেন অনশন। শিবরাজের দাবি, গত শনিবার ও রবিবার রাজ্যে নতুন করে কোনও অশান্তির খবর নেই। রাজ্যে ফের শান্তি ফিরেছে। তাই তিনি অনশন তুলে নিচ্ছেন। মধ্যপ্রদেশ বিজেপির দাবি, কৃষক আন্দোলনে যে ৫ কৃষক গুলি খেয়ে মারা যান তাঁদের পরিবারের প্রতিনিধিরাই এসে মুখ্যমন্ত্রীকে অনশন তোলার জন্য অনুরোধ করেন।

 

Share
Published by
News Desk