National

হাত খরচের টাকা দিয়ে রাস্তার গর্ত সারাই করতে চায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী

দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করল রাস্তা সারাইয়ের। এজন্য প্রয়োজনে তার পকেট মানির টাকাও সে দিয়ে দিতে চায়।

Published by
News Desk

এর আগে রাস্তার বিশাল বিশাল গর্তের পুজো দিয়ে প্রশাসনের নজর কেড়েছিলেন বেশ কয়েকজন। অভিনব মোড়কে তাঁদের বার্তা ছিল একটাই, রাস্তা সারান। রাস্তায় বিশাল বিশাল গর্ত রুখে দিচ্ছে যানবাহনের গতি। এটা বন্ধ করতে রাস্তা সারাইয়ের আর্জি ছিল তাঁদের।

এবার এক ৭ বছরের মেয়ে আর্জি জানাল খোদ মুখ্যমন্ত্রীর কাছে। একটি ১ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিও তৈরি করেছে সে। সেখানে তার বিনীত অনুরোধ কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের কাছে। দয়া করে তিনি যেন বেঙ্গালুরুর রাস্তার গর্ত সারাইয়ের ব্যবস্থা করেন।

এই রাস্তা সারাইয়ের খরচ রয়েছে। সে তার তরফ থেকে যেটুকু সম্ভব দিতে রাজি বলেও জানিয়েছে। তার হাত খরচের টাকা দিয়ে চায় সে।

এমনকি সরকার রাস্তা সারাইয়ে নির্বিকার ভাব দেখানোয় সে নিজেই এক এক করে হাত খরচের টাকা দিয়ে রাস্তার গর্ত ভর্তি করা শুরু করবে বলেও জানিয়ে দিয়েছে এল ধানাভি নামে ওই ছাত্রী।

ধানাভি জানাচ্ছে সে স্কুলে যেতে গিয়ে বেশ কয়েকবার রাস্তায় বাইক থেকে পড়ে গেছে। রাস্তার গর্তে বাইকের চাকা পড়ে এই বিপত্তি বারবার ঘটেছে তার সঙ্গে। এরপর সে খবরের কাগজেও পড়েছে যে রাস্তার গর্তের কারণে দুর্ঘটনায় অনেকে প্রাণ হারিয়েছেন।

এর পরই সে স্থির করে যে একটি ভিডিও তৈরি করে তার আর্জি সে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবে। সেইমত সে ভিডিও তৈরি করে তা সোশ্যাল সাইটের মাধ্যমে পৌঁছে দেয় মুখ্যমন্ত্রীর কাছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk