অন্যদিকে কংগ্রেসের জন্য বড় ধাক্কা অসম। অসমে ১৫ বছরের কংগ্রেস শাসনের ইতি হল এদিন। বিজেপি ঝড়ে কার্যত উড়ে গেছে তরুণ গগৈয়ের কংগ্রেস। ১২৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮৭টাই নিজেদের পকেটে পুরেছে বিজেপি। কংগ্রেস পেয়েছে মাত্র ২৩টি আসন। এদিন বিপুল জয়ের পর বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিজেপি নেতা সর্বানন্দ সোনোয়ালকে অভিনন্দন জানান তরুণ গগৈ। কেরালাতেও ধাক্কা খেয়েছে কংগ্রেস। কেরালায় সরকারে থাকা কংগ্রেস নেতৃত্বাধীন আইডিএফ জোটকে এদিন বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে বাম জোট লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট। ১৪০টি আসন বিশিষ্ট কেরালা বিধানসভায় ক্ষমতাসীন ইউডিএফ পেয়েছে ৪৭টি আসন। অন্যদিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা আসতে চলা এলডিএফ পেয়েছে ৯১টি আসন। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেসের মুখরক্ষা করেছে কেবল পুডুচেরি। ৩০ টি বিধানসভা আসন বিশিষ্ট পুডুচেরি বিধানসভায় কংগ্রেস পেয়েছে ১৭টি আসন। প্রধান বিরোধী এনআরসি পেয়েছ ৮টি আসন। তামিলনাড়ুকে ম্যাজিক দেখালেও পুডুচেরিতে জয়ললিতার দল এআইএডিএমকে-র কপালে জুটেছে মাত্র ৪টি আসন।