National

কাকভোরে ক্যানালে গাড়ি, মৃত ১০

Published by
News Desk

সাত সকালে খালে উল্টে গেল গাড়ি। মৃত্যু হল ১০ জনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায়। মথুরা-ভরতপুর রোডে পড়ে ফতেপুর ক্যানাল। এদিন ভোরে সেই ক্যানালেই উল্টে যায় ইনোভা গাড়িটি। গাড়িতে একই পরিবারের লোকজন ছিলেন। তাঁরা সকলে বালাজি যাচ্ছিলেন। ভোর সাড়ে ৪টে নাগাদ দ্রুত বেগে ছুটে চলা গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান। উল্টে যায় গাড়ি।

পুলিশ জানিয়েছে, মৃতেরা সকলেই বরেলির রাজীব কলোনির বাসিন্দা। প্রথমে ৯ জনের দেহ উদ্ধার করে পুলিশ। চালকের খোঁজ মিলছিল না। পরে ক্যানালের জলে খোঁজ মেলে তাঁর। তবে মৃত অবস্থায়।

Share
Published by
News Desk