National

সোমবার ৬ ঘণ্টার জন্য থমকে যেতে পারে ট্রেনের চাকা

দেশজুড়েই সোমবার বিঘ্নিত হতে চলেছে রেল পরিষেবা। যে তালিকায় স্বাভাবিকভাবেই এ রাজ্যেও পড়ছে। দূরপাল্লার যাত্রীদের বড় সমস্যার মুখে পড়তে হতে পারে।

Published by
News Desk

সোমবার ৬ ঘণ্টার জন্য দেশজুড়ে বিঘ্নিত হতে চলেছে রেল পরিষেবা। অনেক জায়গাতেই থমকে যেতে পারে রেলের চাকা। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন দূরপাল্লার যাত্রীরা।

সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই সমস্যার সম্মুখীন হতে হবে রেলযাত্রীদের। যা রবিবারই পরিস্কার করে দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা।

লখিমপুর খেরি কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র-র অবিলম্বে গ্রেফতারি দাবি করে সোমবার ৬ ঘণ্টার জন্য দেশজুড়ে রেল রোকো-র ডাক দিয়েছে কৃষক সংগঠনটি।

সংযুক্ত কিষাণ মোর্চা হল দেশের ৪০টি কৃষক সংগঠনের সংযুক্ত সংগঠন। তাদের তরফে এদিন স্পষ্ট করে দেওয়া হয়েছে যতদিন না লখিমপুর খেরি-র ঘটনায় তারা ন্যায়বিচার পাচ্ছে ততদিন এই আন্দোলন বজায় থাকবে। শুধু বজায়ই থাকবে না, তা আরও জোড়াল হবে।

এদিকে রেল রোকো দেশজুড়ে হলেও তা হবে শান্তিপূর্ণ বলে নিশ্চিত করেছে সংগঠন। সংগঠনের সদস্যদেরও রেলের সম্পত্তিতে হাত না দেওয়ার জন্য সতর্ক করেছে সংগঠন।

গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে একটি বেপরোয়া গতিতে থাকা গাড়ি ৪ জন কৃষক সহ ৯ জনকে পিষে দিয়ে চলে যায়। এই ঘটনার সঙ্গে মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র জড়িত বলে অভিযোগ ওঠে।

প্রবল চাপের মুখে আশিস মিশ্রকে গ্রেফতারও করে পুলিশ। সেই ঘটনায় ন্যায় বিচার চেয়ে এবার রেল রোকো-র পথে হাঁটল কৃষকদের সংযুক্ত সংগঠন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk