National

অবশেষে এল সেই দিন, দেড় বছর পর করোনায় একদিনে মৃত্যুহীন মায়ানগরী

এই দিনটা কবে দেখতে পাওয়া যাবে? আশা করতে করতে আশাটাই প্রায় ছেড়ে দিয়েছিলেন অনেকে। অবশেষে এল সেই দিন। একদিনে করোনায় একজনেরও মৃত্যু নেই মায়ানগরীতে।

Published by
News Desk

মাঝে কলকাতা মৃত্যুহীন দিন কাটিয়েছে। মৃত্যুহীন দিন কাটিয়েছে ভারতের অন্য অনেক শহরও। কিন্তু মহারাষ্ট্রের করোনা বিধ্বস্ত জীবনে মুম্বই শহরে সেই যে গত ২৬ মার্চ ২০২০ সাল থেকে করোনায় মৃত্যু রেকর্ড হতে থাকে, তা মাঝে একদিনের জন্যও থামেনি।

প্রায় ১ বছর ৭ মাস ধরে প্রতি দিন করোনায় মৃত্যু দেখেছে মুম্বই শহর। মায়ানগরীতে করোনায় একজনও মারা যাবেননা ২৪ ঘণ্টায় এটা এর মধ্যে দেখা যেতে পারে সে আশাই সকলে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ১৭ অক্টোবরে এসে সেই আশা পূরণ হল।

এদিন করোনায় ১ জনেরও মৃত্যু হয়নি মুম্বই শহরে। অবশ্যই প্রায় ১ বছর ৭ মাস পর এমন একটা দিন দেখতে পেয়ে স্বস্তি পেলেন মুম্বইবাসী।

ভারতেও কিন্তু এদিন গত ৭ মাসে সবচেয়ে কম একদিনে করোনা সংক্রমণ ধরা পড়েছে। ১৪ হাজার ১৪৬ জন করোনা সংক্রমিত হয়েছেন দেশে। দুর্গাপুজো বা নবরাত্রি পার করার পর সংক্রমণ কমা অবশ্যই ইতিবাচক ইঙ্গিত বহন করছে।

এদিন দেশে মৃত্যু হয়েছে ১৪৪ জনের। কেরালায় ৫৭ জন প্রাণ হারিয়েছেন। কেরালায় মৃত্যু কিছুটা কমলেও সেখানে আবার চোখ রাঙাচ্ছে প্রাণঘাতী বন্যা।

এদিন দেশে ২ লক্ষের নিচে নেমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। এদিকে মুম্বই করোনায় মৃত্যুশূন্য হলেও মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৬ জনের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk