ফাইল : বেঙ্গালুরুতে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ, ছবি - আইএএনএস
মাঝে কলকাতা মৃত্যুহীন দিন কাটিয়েছে। মৃত্যুহীন দিন কাটিয়েছে ভারতের অন্য অনেক শহরও। কিন্তু মহারাষ্ট্রের করোনা বিধ্বস্ত জীবনে মুম্বই শহরে সেই যে গত ২৬ মার্চ ২০২০ সাল থেকে করোনায় মৃত্যু রেকর্ড হতে থাকে, তা মাঝে একদিনের জন্যও থামেনি।
প্রায় ১ বছর ৭ মাস ধরে প্রতি দিন করোনায় মৃত্যু দেখেছে মুম্বই শহর। মায়ানগরীতে করোনায় একজনও মারা যাবেননা ২৪ ঘণ্টায় এটা এর মধ্যে দেখা যেতে পারে সে আশাই সকলে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ১৭ অক্টোবরে এসে সেই আশা পূরণ হল।
এদিন করোনায় ১ জনেরও মৃত্যু হয়নি মুম্বই শহরে। অবশ্যই প্রায় ১ বছর ৭ মাস পর এমন একটা দিন দেখতে পেয়ে স্বস্তি পেলেন মুম্বইবাসী।
ভারতেও কিন্তু এদিন গত ৭ মাসে সবচেয়ে কম একদিনে করোনা সংক্রমণ ধরা পড়েছে। ১৪ হাজার ১৪৬ জন করোনা সংক্রমিত হয়েছেন দেশে। দুর্গাপুজো বা নবরাত্রি পার করার পর সংক্রমণ কমা অবশ্যই ইতিবাচক ইঙ্গিত বহন করছে।
এদিন দেশে মৃত্যু হয়েছে ১৪৪ জনের। কেরালায় ৫৭ জন প্রাণ হারিয়েছেন। কেরালায় মৃত্যু কিছুটা কমলেও সেখানে আবার চোখ রাঙাচ্ছে প্রাণঘাতী বন্যা।
এদিন দেশে ২ লক্ষের নিচে নেমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। এদিকে মুম্বই করোনায় মৃত্যুশূন্য হলেও মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৬ জনের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…