National

জলের তলায় বিমানবন্দর, ট্র্যাক্টরে চেপে এলেন বিমানযাত্রীরা

বানভাসি হতে পারে পরিস্থিতি। তাই দেশের ৩ রাজ্যকে তৈরি থাকতে বলল সেন্ট্রাল ওয়েদার কমিশন। ইতিমধ্যেই বিমানবন্দরে ট্র্যাক্টরে করে আনা হয় যাত্রীদের।

Published by
News Desk

১টি নদীর জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। আর ৩ রাজ্য মিলিয়ে ৫টি নদীর জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। বন্যা পরিস্থিতির শোচনীয়তার ওপর নির্ভর করে এই রং সতর্কতা। লাল সতর্কতা অবশ্যই সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি করতে পারার আগাম সংকেত।

এমনিতেই প্রবল একটানা বৃষ্টিতে বানভাসি চেহারা নিয়েছে বেঙ্গালুরু শহর। বেঙ্গালুরুর বিমানবন্দর জলের তলায় চলে গেছে। বৃষ্টি বেড়েই চলেছে। এদিকে এতটাই খারাপ পরিস্থিতি যে ট্র্যাক্টরে চেপে বিমানবন্দরে আসতে হয়েছে আন্তর্জাতিক বিমান ধরতে চাওয়া যাত্রীদের।

বিমানবন্দর কার্যত বাসস্ট্যান্ডের চেহারা নিয়েছে। যে যাত্রী যা পাচ্ছেন তাতে করেই বিমানবন্দরে হাজির হচ্ছেন। অনেক ট্র্যাক্টরের ওপর লেখাই রয়েছে বিমানবন্দর। যেমনটা বাসে থাকে। গন্তব্যের নাম লেখা। বিমানবন্দর চত্বরে ট্র্যাক্টর সহ এমন বেশ কয়েক ধরনের গাড়ির লম্বা লাইন পড়েছে।

এরমধ্যেই কর্ণাটক, কেরালা ও তামিলনাড়ুর জন্য বন্য সতর্কতা জারি করেছে সেন্ট্রাল ওয়েদার কমিশন। কেরালার ১টি নদীতে লাল সতর্কতা জারি হয়েছে। ৩ রাজ্যের ৫ নদীতে জারি হয়েছে কমলা সতর্কতা।

দেশ থেকে বর্ষা বিদায় নিচ্ছে। দক্ষিণ ভারতে অবশ্য এই সময় আরও এক বর্ষা পরিস্থিতি তৈরি হয়। প্রবল বৃষ্টি পরিস্থিতি ক্রমশ বন্যার দিকে নিয়ে যাচ্ছে।

আবহাওয়া দফতর আগামী ৩-৪ দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলির জন্য। আরবসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের জেরে এই পরিস্থিতি বলেও জানানো হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk