National

দার্জিলিংয়ের আঁচ দিল্লিতে, বঙ্গভবনের সামনে মোর্চার বিক্ষোভ

Published by
News Desk

রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এবার দার্জিলিংয়ের গণ্ডি পেরিয়ে মোর্চা পৌঁছে গেল খোদ নয়াদিল্লিতে। সেখানে বঙ্গভবনের সামনে এদিন বিক্ষোভে সামিল হন মোর্চা কর্মী সমর্থকেরা। হাতে ছিল গোর্খা জনমুক্তি মোর্চার পতাকা। কয়েকজনের হাতে কালো পতাকাও দেখা গেছে। রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা। বাংলা নয়, তাঁরা নেপালি ভাষাই পড়তে চান বলেও দাবি শোনা যায়। এদিকে বঙ্গভবন এদিন মুড়ে ফেলা হয়েছিল পুলিশে। পুলিশের সেই ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করেন মোর্চা সমর্থকেরা। পুলিশ তাঁদের পথ আটকালে কিছুটা ধস্তাধস্তিও হয়।

 

Share
Published by
News Desk