National

টিকা নিলেই মিলবে দারুণ সব উপহার

করোনা প্রতিষেধক টিকাটা নিতে হবে। এটাই শর্ত। তাহলেই কপালে জুটে যাবে দারুণ সব উপহার। যার বেশির ভাগই বাড়ির কাজে লাগে এমন জিনিস।

Published by
News Desk

মানুষকে করোনা প্রতিষেধক টিকা নিতে উদ্বুদ্ধ করতে সরকার কি না করছে! এবার সকলকে টিকাকরণ কেন্দ্রে আনার জন্য তামিলনাড়ুর একটি জেলা প্রশাসন এক অভিনব ঘোষণা করল।

আগামী রবিবার তামিলনাড়ু জুড়ে টিকাকরণের ক্ষেত্রে এক বড় পদক্ষেপ করা হচ্ছে। ওইদিন রেকর্ড সংখ্যক মানুষকে টিকাকরণের লক্ষ্যমাত্রা ধার্য করেছে কারুর জেলা প্রশাসন।

যাতে মানুষ আরও বেশি করে টিকা নিতে হাজির হন সেজন্য এবার উপহারের হাতছানি তৈরি করল তারা। প্রতিটি টিকাকরণ কেন্দ্রেই থাকবে লাকি ড্রয়ের আয়োজন।

সেখানে টিকা নেওয়ার পর লাকি ড্রয়ে অংশ নেওয়া যাবে। টিকাকরণ শেষ হলে হবে লাকি ড্র। তাতে প্রথম পুরস্কার থাকছে ওয়াশিং মেশিন। দ্বিতীয় পুরস্কার ওয়েট গ্রাইন্ডার। তৃতীয় পুরস্কার মিক্সার গ্রাইন্ডার।

এছাড়া থাকছে প্রেশারকুকারের মত উপহারও। লাকি ড্রয়ের মধ্যে দিয়ে পুরস্কার বিজেতাদের বেছে নেওয়া হবে। থাকছে ১০০টি সান্ত্বনা পুরস্কারও।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে মানুষকে টিকা দিতে নিয়ে আসার জন্য স্বেচ্ছাসেবকদের সাহায্য নেওয়া হচ্ছে। স্বেচ্ছাসেবকদের উৎসাহ দিতে তাঁদের জন্যও রয়েছে ঘোষণা।

রবিবার যদি স্বেচ্ছাসেবকরা কাউকে টিকাকরণের জন্য নিয়ে আসতে পারেন তাহলে জন পিছু তাঁরা ৫ টাকা করে পাবেন। এই উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই কারুর জেলায় মানুষের মধ্যে উৎসাহ নজর কাড়ছে। ফলে রবিবার যে সেখানে টিকা নিতে ভাল ভিড় হতে চলেছে তা পরিস্কার।

এদিকে তামিলনাড়ু প্রতি সপ্তাহে যাতে ৫০ লক্ষ টিকার ডোজ পেতে পারে সেজন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk