National

খালি গায়ে তেল মেখে পুলিশ আধিকারিকের কীর্তিতে তদন্তের নির্দেশ

খালি গায়ে তেল মাসাজ করতে করতে এক পুলিশ আধিকারিকের কীর্তি এখন ভাইরাল। লুকিয়ে তোলা সেই ছবি ছড়িয়ে পড়তেই অস্বস্তিতে পড়েছে পুলিশ প্রশাসন।

Published by
News Desk

এক পুলিশ আধিকারিক বসে আছেন খালি গায়ে। পরনে পোশাক বলতে কেবল একটি জাঙ্গিয়া। সারা গায়ে তেল চবচব করছে। তেল মেখে চলছে মাসাজ। সহজ করে বললে দলাইমালাই।

পাশে রাখা রয়েছে একটি মদের বোতল। রীতিমত খোশমেজাজে রয়েছেন তিনি। একটু দূরেই বসে এক ব্যক্তি বাঁশি বাজিয়ে চলেছেন। সেই বাঁশির সুরে একেবারে মাতোয়ারা পুলিশ আধিকারিক।

এক পুলিশ আধিকারিকের এমন কীর্তির ভিডিও ভাইরাল করে দিয়েছেন আর এক পুলিশকর্মী। যিনি সেখানে উপস্থিত ছিলেন। সেদিন তিনি ওই কাণ্ড লুকিয়ে মোবাইলে ক্যামেরাবন্দি করে নেন।

আপাতত এই ভিডিও গোটা তামিলনাড়ু পুলিশকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। কার্যত প্রবল সমালোচনার মুখে পড়ে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

যে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তিনি মাদুরাইয়ের ডেপুটি কমান্ডান্ট অফ তামিলনাড়ু আর্মড ব্যাটেলিয়ন জি শ্যামাসুন্দরম। তাঁর বিরুদ্ধে অভিযোগ যে নিজের পদের দাপট দেখিয়ে তিনি তাঁর অধস্তন কর্মী আর্মড পুলিশ ব্যাটেলিয়ন ব্যান্ডের সদস্যকে জোর করে বাঁশি বাজাতে বাধ্য করেন।

কেবল শ্যামাসুন্দরমকে খুশি করতেই ওই পুলিশকর্মীকে বাঁশি বাজিয়ে যেতে হয়। যা মদ্যপান ও তৈলমর্দনের সঙ্গে উপভোগ করেন শ্যামাসুন্দরম।

শ্যামাসুন্দরম এর আগেও এমজিআর এর সিনেমার গানের ওপর একটি মিউজিক ভিডিও করে শিরোনামে জায়গা পান। মিউজিক ভিডিওতে তিনি পুলিশের পোশাকেই নজরে আসেন। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk