National

খুলে গেল স্কুল, গোলাপ চকলেটে স্বাগত ছাত্রদের

করোনা বন্ধ করে দিয়েছিল স্কুলের দরজা। অনলাইন ক্লাস হয়ে উঠেছিল একমাত্র ভরসা। অবশেষে করোনা বিধ্বস্ত রাজ্যে খুলে গেল স্কুল।

Published by
News Desk

কোথাও প্রাথমিক স্কুল তো কোথাও উচ্চ প্রাথমিক পর্যায়ের ক্লাস চালু হচ্ছে আস্তে আস্তে। দেশের অন্যতম করোনা বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্রেও এবার দেখা গেল সেই ছবি। খুলে গেল স্কুলের দরজা।

যদিও প্রাথমিক স্কুলের দরজা এখনও বন্ধই রয়েছে। গ্রামে খুলে গেল পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির দরজা। আর শহরের জন্য অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির দরজা।

১৮ মাস বন্ধ থাকার পর অবশেষে স্কুলের ক্লাস, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, শিক্ষক-শিক্ষিকাদের দেখতে পেল ছাত্রছাত্রীরা। সোমবার সকালে তাই স্কুল খোলার উৎসাহে অনেক ছাত্রছাত্রীই আগেভাগে স্কুলে হাজির হয়। পরনে ছিল স্কুলের ইউনিফর্ম, পিঠে ব্যাগ। তাদের মুখ বলে দিচ্ছিল দীর্ঘদিন ধরে তারা যেন এই দিনটার অপেক্ষায় দিন গুনেছে।

মহারাষ্ট্র জুড়েই এদিন স্কুল খোলে। অনেক স্কুলে ছাত্রছাত্রীদের বরণ করে নেন শিক্ষক থেকে অশিক্ষক কর্মচারিরা। ছাত্রছাত্রীদের গোলাপ ফুল, চকলেট, মিষ্টি দিয়ে স্কুলে বরণ করা হয়।

তবে স্কুলে ঢোকার মুখে ছাত্রছাত্রীদের দেহের উত্তাপ দেখা হয়। দেখা হয় জ্বর রয়েছে কিনা। হাতে দেওয়া হয় স্যানিটাইজার। তারপর তারা স্কুলে প্রবেশ করে নিজের নিজের ক্লাসে বসতে পারে।

করোনার আগে তারা যে শ্রেণিতে পড়ত এদিন তার চেয়ে এক ক্লাস উঁচুতে বসে সকলে। এই দেড় বছরে তারা একটি ক্লাস পার করে ফেলেছে যে!

তবু অন্ধকার কেটে এই যে ছন্দ ফিরল স্কুল জীবনে এতেই খুশি তারা। এদিন অনেক স্কুল ঘুরে দেখেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk