National

মধ্যরাতে বাস-ট্রাক সংঘর্ষ, ঝলসে মৃত ২২

Published by
News Desk

উত্তরপ্রদেশের বরেলি জেলায় রবিবার মধ্যরাতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২২ জন বাসযাত্রীর। ১৫ জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রের খবর, উত্তরপ্রদেশ স্টেট ট্রান্সপোর্টের বাসটি ৪১ জন যাত্রী নিয়ে নয়া দিল্লি থেকে উত্তরপ্রদেশের গোণ্ডা জেলায় আসছিল। জাতীয় সড়কের ওপর বাদা বাইপাসের কাছে আচমকাই মধ্যরাতের অন্ধকারে দ্রুত গতিতে আসা বাস ও ট্রাকটির সংঘর্ষ হয়।

ঘড়ির কাঁটা তখন সবে রাত ১টা পার করেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের পরই বাস ও ট্রাকে আগুন ধরে যায়। আগুন নেভাতে হিমসিম খেতে হয় দমকলকর্মীদের। এদিকে আগুন নিয়ন্ত্রণে আনার পর বাসের মধ্যে থেকে পোড়া দেহ বার করে আনা হয়। অনেকগুলি এতটাই পুড়ে গিয়েছিল যে চেনার মত পরিস্থিতিও ছিলনা। ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি। এদিকে ঘটনার পর উত্তরপ্রদেশ সরকারের তরফেও ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

Share
Published by
News Desk