Categories: National

রাম মন্দির ছাড়াও রাম জন্মভূমি চত্বরে থাকবে আরও ৬ দেবতার মন্দির

রাম জন্মভূমি চত্বর ক্রমশ সেজে উঠছে। তৈরি হচ্ছে মন্দির। সেই চত্বরে ভগবান রামের মূর্তি ছাড়াও থাকবে আরও ৬ দেবতার মূর্তি।

Published by
News Desk

রাম মন্দিরে ভগবান রামের সুবিশাল মন্দির নির্মীয়মাণ। সেই মন্দিরের নকশা অনেকেই দেখেছেন। তাছাড়াও রাম মন্দিরের বিশাল চত্বর জুড়ে থাকছে নানা কিছু।

পর্যটক থেকে ভক্ত, সকলের মন জয় করে নেওয়ার মত করেই তৈরি হচ্ছে অযোধ্যার রাম মন্দির। যেখানে ভগবান রামের মূর্তি প্রতিষ্ঠিত হবে বলেও সকলের জানা।

যেটা নিশ্চিত ছিলনা সেটা হল এই মন্দিরের সঙ্গে ওই চত্বরে কি অন্য দেবতাও পূজিত হবেন? হলেই বা কোন কোন দেবতার মন্দির প্রতিষ্ঠিত হবে সেই চত্বরে? অবশেষে সেই সিদ্ধান্ত চূড়ান্ত হল।

রাম টেম্পল কনস্ট্রাকশন কমিটি সিদ্ধান্ত নিয়েছে রাম জন্মভূমি চত্বরে রামের মন্দির ছাড়াও আরও ৬টি মন্দির নির্মাণ করা হবে। যেখানে বিরাজ করবেন ৬ দেবতা। এই ৬ দেবতা হলেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, গণেশ, সূর্য ও দুর্গা।

এই ৬ দেবতার জন্য আলাদা আলাদা মন্দির নির্মাণ করা হবে রাম জন্মভূমি চত্বরে। সেখানেই পূজিত হবেন তাঁরা। রাম জন্মভূমি চত্বরের ধার বরাবর এই মন্দিরগুলি তৈরি করা হবে।

মূল রাম মন্দিরের ভিত তৈরির কাজ অবশ্য এখন পুরোদমে চলছে। ভিত পুরো তৈরি হয়ে যাবে অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে।

১ লক্ষ ২০ হাজার বর্গফুটের ভিত তৈরি হচ্ছে। ভিতের গভীরতা হচ্ছে ৫০ ফুট। এবার ৪টি টাওয়ার ক্রেন বসান হবে চারদিকে। যা মন্দিরের পাথরগুলিকে সেট করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk