National

কনের বয়ান বদলে পুলিশ স্টেশন বদলে গেল বিয়ের মণ্ডপে

পুলিশ স্টেশনে একেবারে খোদ পুলিশ আধিকারিক ও কর্মীদের সাক্ষী করে চারহাত এক হল। কনের বয়ান বদল বদলে দিল সব কিছু।

Published by
News Desk

টানটান কাহিনির যেমন পরতে পরতে নাটকীয় মোড় থাকে, তেমনই এটি বাস্তব জীবনের পাতা থেকে উঠে আসা কাহিনি হয়ে রইল। হয়তো একথা গোটা পুলিশ স্টেশনে কর্মরত কোনও পুলিশকর্মী ভুলতে পারবেননা।

এক তরুণী দিন কয়েক আগে পুলিশ স্টেশনে এসে হাজির হন। জানান তাঁর সঙ্গে জোর করে শারীরিক মিলন করেছে এক যুবক। যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

তরুণীর অভিযোগ পেয়ে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। সেই সঙ্গে ঘটনার তদন্তও চালাতে থাকেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা।

গোটা ঘটনা সম্বন্ধে বেশ কয়েকবার জিজ্ঞাসার পর এক সময় তরুণী ভেঙে পড়েন। স্বীকার করে নেন যে ওই যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল।

কিন্তু বিয়ের প্রস্তাব দিতেই ওই যুবক বেঁকে বসেছিলেন। তাঁকে তাই উচিত শিক্ষা দিতে বাড়ির পরামর্শেই তিনি পুলিশে এই জোর করে শারীরিক মিলনের অভিযোগ দায়ের করেন।

পুলিশ ঘটনা জানার পর ওই ২ পরিবারকেই থানায় ডেকে পাঠায়। তারপর তাদের বোঝায়। অবশেষে ২ পরিবার রাজি হয় বিয়ে দিতে।

পুলিশ আধিকারিকরা জানান যেহেতু জামিন হয়নি তাই গ্রেফতার অবস্থাতেই ওই যুবকের সঙ্গে বিয়ে হবে। আর তা হবে পুলিশ স্টেশনেই। বিয়ের আয়োজনও পুলিশই করে।

থানা হয়ে ওঠে বিয়ের মণ্ডপ। ডাকা হয় মৌলবিকে। তিনি ২ জনের ‘নিকাহ’ করান। পুরো ঘটনার সাক্ষী যেমন পুলিশ ছিল তেমনই ছিলেন এক আইনজীবী।

পুলিশ জানিয়েছে অভিযোগ প্রত্যাহারের জন্য যা নিয়ম রয়েছে তা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk