National

২৫ বার বিভিন্ন পুরুষের সঙ্গে পালিয়েছেন স্ত্রী, স্বামী আজও ভালবাসেন স্ত্রীকে

১ বার এমন কাণ্ড হলেই হুলস্থূল হয়ে যাওয়ার কথা। সেখানে ২৫ বার বিভিন্ন যুবকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী। তবু তাঁকে তিনি আজও খুব ভালবাসেন, বলছেন স্বামী।

Published by
News Desk

২০১১ সালে তাঁদের বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন পর একদিন স্বামী দেখেন স্ত্রী বাড়িতে নেই। খবর নিয়ে জানতে পারেন গ্রামেরই এক যুবকের সঙ্গে পালিয়েছেন তিনি।

বেশ কিছুদিন কোনও খবর নেই। স্বামী বিষয়টি নিয়ে পুলিশে যাননি। একদিন হঠাৎ ফিরে আসেন স্ত্রী। জানান এমনটা আর হবে না।

স্বামী বলেই নয়, তাঁর শ্বশুরবাড়ির সকলেই তাঁকে সংসারে ফিরিয়ে নেন। কিন্তু ফের কিছুদিন পর অন্য এক যুবকের সঙ্গে পালান স্ত্রী। আর তারপর এভাবেই চলতে থাকে।

কবে যে কার সঙ্গে স্ত্রী বাড়ি ছেড়ে পালাবেন তা স্বামীরও জানা নেই। বিষয়টি এখন কার্যত গা সওয়া হয়ে গেছে তাঁর। প্রতিবারই স্ত্রী এসে বলেন এমনটা আর হবে না। কিন্তু ওই পরিবার জানে এমনটা হল বলে।

কখনও কয়েক সপ্তাহ তো কখনও কয়েক মাস। নতুন নতুন যুবকের সঙ্গে উধাও হয়ে যান স্ত্রী। তারপর ফিরে আসেন বাড়িতে।

কখনও বলেন বাপের বাড়ি গিয়েছিলেন। কখনও বলেন আত্মীয় অসুস্থ ছিল, দেখতে গিয়েছিলেন। তো পালানোর কি আছে? সে প্রশ্নের উত্তর না দিয়ে ওই মহিলা প্রতিবারই জানান এমনটা আর হবে না। কিন্তু সেটাই হয়।

গত ১০ বছরের বিবাহিত জীবনে ২৫ বার বাড়ি থেকে অন্য পুরুষের সঙ্গে পালিয়েছেন তিনি। এবার পালিয়েছেন গত শনিবার।

অসমের ধিঙ্গ লাখার গ্রামের বাসিন্দা স্বামী মফিজুদ্দিন পেশায় গাড়িচালক। বাড়ি ফিরে তিনি জানতে পারেন তাঁর স্ত্রী ফের পালিয়েছেন। তাঁর ৩ মাসের শিশুকে পাশের বাড়িতে রেখে ছাগলের খাবার আনতে যাচ্ছেন বলে পালিয়েছেন।

এবার কোন যুবকের হাত ধরে এই পলায়ন তা অবশ্য স্বামীর জানা নেই। তিনি শুধু জানিয়েছেন দেখা যাক কবে ফেরেন। তিনি এও জানিয়েছেন ৩ সন্তান রয়েছে। তাদের বড় হওয়ার জন্য মাকে তো দরকার।

পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে তিনি এত কিছুর পরেও আজও স্ত্রীকে খুব ভালবাসেন। এখন অপেক্ষা কবে আবার ঘরে ফেরেন স্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk