National

মৃত্যুর পরেও রেহাই নেই, মৃত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর নিল পুলিশ

মৃত্যু হয়েছে আগেই। তাও আবার স্বাভাবিক মৃত্যু নয়। সেই মৃত ব্যক্তির বিরুদ্ধেও এফআইআর নিল পুলিশ। প্রবল সমালোচনার মুখে পড়েছে পুলিশ।

Published by
News Desk

এক ব্যক্তি গত শনিবার মারা যান। তাঁর মৃত্যু স্বাভাবিক ছিলনা। পুলিশের প্রাথমিক অনুমান তিনি নিজেই নিজেকে শেষ করে দেন। সেই ঘটনার তদন্ত চলছিল। তার মধ্যেই ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী।

সকলকে অবাক করে মৃত ওই ব্যক্তির স্ত্রীর অভিযোগক্রমে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। এই ঘটনা সামনে আসতেই প্রবল সমালোচনার ঝড় ওঠে।

তড়িঘড়ি অস্বস্তি সামাল দিতে এফআইআর নেওয়া ২ পুলিশ আধিকারিককে পুলিশ লাইনে বদলি করা হয়। তাঁদের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে।

অভিযোগ ছিল গত শুক্রবার উত্তরপ্রদেশের জালাউনের রাজেন্দ্র নগরের বাসিন্দা সাগর গুপ্তাকে তাঁর স্ত্রী পূজা সোনির পরিবারের লোকজন প্রবল মারধর করে।

যা মেনে নিতে পারেননি সাগর গুপ্তা। এই ঘটনার পর তিনি আত্মহননের রাস্তা বেছে নেন। তাঁর দেহ উদ্ধার হয়। যায় ময়নাতদন্তে।

এদিকে সাগর গুপ্তার মৃত্যুর ২৪ ঘণ্টা পর স্থানীয় পুলিশ স্টেশনে হাজির হন তাঁর স্ত্রী পূজা সোনি। তিনি পুলিশের কাছে অভিযোগ করেন তিনি সাগর গুপ্তার সঙ্গে একই অফিসে কাজ করেন। গত জুলাই মাসে সাগর গুপ্তা তাঁকে জোর করে রেজিস্টার অফিসে নিয়ে গিয়ে বিয়ে করেন। তারপর ২ লক্ষ টাকা পণও চান। অভিযোগ পেয়ে সাগর গুপ্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন থানায় কর্তব্যরত ২ পুলিশ আধিকারিক।

২৪ ঘণ্টা আগে মৃত এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর! ঘটনায় পুলিশের বিরুদ্ধে প্রবল সমালোচনার ঝড় ওঠে। যা গোটা পুলিশ বিভাগকে অস্বস্তিতে ফেলে দেয়।

দ্রুত ওই ২ পুলিশ আধিকারিককে পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk