National

ইউপিএসসি-তে শীর্ষে নারীশক্তি, প্রথম হলেন কর্ণাটকের তরুণী নন্দিনী

Published by
News Desk

ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা ইউপিএসসি-তেও শীর্ষ স্থান দখল করলেন এক তরুণী। কর্ণাটকের স্বর্ণখনি অঞ্চল কোলারের ২৩ বছরের তরুণী নন্দিনী কে আর এবারের ইউপিএসসি পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন। ছোট থেকেই আইএএস হওয়ার স্বপ্ন বুকে করে বড় হওয়া নন্দিনীর পুরুষদের পিছনে ফেলে শীর্ষ স্থান দখল অবশ্যই ফের একবার সর্বভারতীয় বা জীবনের বড় পরীক্ষায় নারীশক্তির জয়জয়কারের ধারাকে অব্যাহত রাখল।

বাংলায় মাধ্যমিক থেকে শুরু করে সিবিএসই, আইসিএসই, আইএসসি, যাবতীয় পরীক্ষাতেই এবার গোটা দেশকে চমকে দিয়ে ছাত্রদের পিছনে ফেলে ছাত্রীরা শীর্ষস্থান দখল করেছে। সেই ধারা ইউপিএসসি-র মত পরীক্ষাতেও অব্যাহত রইল। নিজের সাফল্যে আপ্লুত নন্দিনী চান আগামী দিনে দেশের শিক্ষা ক্ষেত্রে নিজের কিছু অবদান রাখতে।

Share
Published by
News Desk