National

পুজোর আগে ভারত বন্ধের ডাক, কেন্দ্র বিরোধী আন্দোলনে নয়া মোড়

পুজোর কদিন আগেই ভারত বন্ধের ডাক। যদিও কলকাতায় তার কতটা প্রভাব পড়বে তা বোঝা যাচ্ছেনা। দেশজুড়ে এই বন্ধ প্রভাব ফেলবে বলেই মনে করছেন ধর্মঘটীরা।

Published by
News Desk

আগামী ৬ অক্টোবর মহালয়া। ১২ অক্টোবর মহাসপ্তমী। তার আগে সেপ্টেম্বরের শেষে ভারত বন্ধ পালিত হতে চলেছে। রবিবারই এই বন্ধের ডাক দিয়েছে কৃষকদের মিলিত সংগঠন।

দেশের ১৫টি রাজ্যের কৃষক সংগঠন রবিবার উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে সংগঠিত একটি মহাপঞ্চায়েতে যোগ দেয়। সংযুক্ত কিষাণ মোর্চা নাম দিয়ে এক ছাদের তলায় এদিন মিলিত হয়েছে সংগঠনগুলি।

৩০০ জন কৃষক নেতা এদিন এই মহাপঞ্চায়েতে যোগ দিয়ে কেন্দ্রের কৃষি নীতির বিরুদ্ধে সোচ্চার হন। হাজির হন হাজার হাজার কৃষক। মাঠ ভরে যায় কৃষকদের ভিড়ে।

কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির সীমানায় কৃষক আন্দোলন গোটা দেশের সামনে এসেছে। এবার কৃষি আইন ফেরানোর দাবিতে আরও জোড়াল আন্দোলনের পথে যাচ্ছে কৃষক সংগঠনগুলির এদিনের মহাজোট।

এদিনের মহাপঞ্চায়েতে কৃষক নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে তাঁরা কৃষি আইন বাতিলের দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ভারত বন্ধ পালন করবেন। এভাবেই তাঁরা কেন্দ্রে ওপর চাপ বাড়ানোর কৌশল গ্রহণ করেছেন।

এমনকি এদিন আরও জানানো হয়েছে যে তাঁদের আন্দোলন চলবেই শুধু নয়, কৃষকদের যৌথ মঞ্চ এবার ২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট বা ২০২৪ সালে লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে প্রচার চালাবে। যা হয়তো বিজেপির জন্য মোটেও ভাল খবর নয়।

কৃষি প্রধান দেশে কৃষক সংগঠনগুলির এই বিরুদ্ধাচরণ বিজেপির ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন অনেকে। এদিনের কৃষক আন্দোলনে তাদের পাশে এসে দাঁড়িয়েছে রাষ্ট্রীয় লোক দল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk