National

পুলিশের হার ছিনতাইকারীদের ধাওয়া করে ধরলেন স্থানীয় মানুষ

একেই বলে উলট পুরাণ। কোথায় ছিনতাইবাজদের পুলিশ পাকড়াও করবে। তা না উল্টে পুলিশের ছিনতাই হওয়া হার নিয়ে পালানো ছিনতাইবাজদের পাকড়াও করলেন স্থানীয় মানুষ।

Published by
News Desk

সাধারণ মানুষের সবচেয়ে বড় ভরসা পুলিশ। কিন্তু পুলিশের ভরসা কে? সেও তো পুলিশই। কিন্তু এক্ষেত্রে দেখা গেল স্থানীয় মানুষ বা আমজনতা। এমনই এক ঘটনা ঘটে গেল প্রকাশ্য দিবালোকে।

এক পুলিশকর্মীর কাছ থেকে হার ছিনতাই করে পালাচ্ছিল ২ ছিনতাইবাজ। ঘটনাটি দেখে ফেলেন এক তরুণ। তিনি বাইক নিয়ে ছিনতাইবাজদের ধাওয়া করেন।

তারপর কাছের একটি পার্কের ধারে স্থানীয়রা ওই ছিনতাইবাজদের পাকড়াও করে ফেলেন। তাদের কাছ থেকে উদ্ধার হয় পুলিশকর্মীর সোনার হার। এ যাত্রায় ছিনতাইবাজদের হাত থেকে পুলিশকর্মীকেই রক্ষা করলেন আমজনতা।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার মাইসুরু শহরে। মাইসোর শহরের বর্তমান নাম মাইসুরু। সেখানেই রয়েছে সেন্ট ফিলোমেনাস চার্চ।

সেই চার্চের সামনে দাঁড়িয়েছিলেন বিদ্যারাণাপুরা পুলিশ স্টেশনের হেডকনস্টেবল ইলিয়াস। চার্চের দিকে মুখ করেছিলেন তিনি। প্রার্থনা করছিলেন।

ঠিক তখনই বাইকে চেপে ২ ছিনতাইবাজ তাঁর কাছে চলে আসে। তারপর ইলিয়াসের গলায় থাকা ৩২ গ্রাম ওজনের মোটা সোনার চেন টেনে নিয়ে চম্পট দেয়।

ইলিয়াস বুঝতে পারলেও তাঁর কিছু করার ছিলনা। এদিকে বিষয়টি নজরে পড়ে দূরে দাঁড়ানো এক যুবকের। তিনি বাইক নিয়ে পিছু ধাওয়া করেন। পুলিশকেও জানান।

পরে হৈচৈতে সজাগ হয়ে ওঠা স্থানীয় মানুষ কাছের একটি পার্কের ধার থেকে ওই ২ ছিনতাইবাজকে পাকড়াও করেন। পুলিশের খোয়া যাওয়া হার এ যাত্রায় ফেরত এল আমজনতার হাত ধরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk