National

সিকিমে খাদে গাড়ি, ২ বাঙালি সহ মৃত ৬

Published by
News Desk

সিকিমের লাচুং থেকে ২টি পরিবারের মোট ৮ জন সদস্য একটি গাড়িতে গ্যাংটক ফিরছিলেন। গত মঙ্গলবার রাত তখন ১০টা। গ্যাংটক থেকে ৬ কিলোমিটার দূরে তাসি ভিউ পয়েন্টের কাছে পাহাড়ি রাস্তায় আচমকাই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। উল্টে যায় পাশের গভীর খাদে।

ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। যারমধ্যে উত্তর ২৪ পরগনার ২ বাসিন্দা ও ওড়িশার ৪ জন বাসিন্দা রয়েছেন। ওড়িশার মিশেল বাগ, শেফালি বাগ, শোভন রাজ বাগ ও বি সুজাতার মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনার ত্রিপন দণ্ডপাত ও জষ্মিতা দণ্ডপাতের মৃত্যু হয়েছে।

গাড়ির চালক সহ ২ পর্যটককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের উত্তর সিকিমের একটি হাসপাতালে চিকিৎসা চলছে। এই সময় সিকিমে বহু পর্যটকের ভিড় জমে। এটাই মরসুম। কিন্তু এমন দুর্ঘটনার খবর বহুদিন মেলেনি। এমন এক মর্মান্তিক দুর্ঘটনায় পর্যটকরাও কিঞ্চিত আতঙ্কিত।

Share
Published by
News Desk