National

বাবরি মামলায় আডবাণী, জোশী, ভারতীর জামিন মঞ্জুর

Published by
News Desk

বাবরি মসজিদ ধ্বংস মামলায় লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর ‌যোশী ও উমা ভারতীর জামিন মঞ্জুর করল লখনউয়ের বিশেষ সিবিআই আদালত। বিজেপির প্রথমসারির এই ৩ নেতা ছাড়াও আরও ৯ জন অভিযুক্তকেও জামিন দিয়েছে আদালত। ৫০ হাজার টাকা ব্যক্তিগত বণ্ডে সকলের জামিন মঞ্জুর হয়েছে। গত ১৯ এপ্রিল সুপ্রিম কোর্ট এঁদের বিরুদ্ধে বাবরি মসজিদ ধ্বংস মামলায় অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা চালানোর নির্দেশ দেয়। যা অবশ্যই এঁদের জন্য অস্বস্তির কারণ হয়। তবে এদিন জামিন মেলাটা এই ৩ বিজেপি শীর্ষ নেতার জন্য কিছুটা হলেও স্বস্তির। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ মে।

 

Share
Published by
News Desk