National

৩ দিন নিখোঁজ থাকার পর ফিরে এলেন চেন্নাইয়ের মডেল

Published by
News Desk

গত শুক্রবার নিজের স্কুটারে অফিস বার হয়েছিলেন চেন্নাইয়ের মডেল গনম নায়ার। কিন্তু অফিস পৌঁছননি। তাঁর মোবাইলও সুইচ অফ ছিল। ফলে তিনি কোথায় তার কোনও খোঁজ ছিলনা। একটি স্যালোনে মার্কেটিং ম্যানেজারের চাকরি করেন তিনি। পাশাপাশি ২৮ বছরের মাতৃহারা গনম মডেলিং করেন। কয়েক বছর আগে মাকে হারানো গনমের বাবা কর্মসূত্রে দিল্লিতে থাকেন। গনম চেন্নাইতে তাঁর আত্মীয়ের বাড়িতে থাকেন। সেখান থেকেই গত শুক্রবার অফিস যাওয়ার পথে উধাও হয়ে যান তিনি। তাঁর বন্ধুরা তাঁকে ফিরে পেতে সোশ্যাল মিডিয়াকে অস্ত্র করেন। যদিও তন্নতন্ন করে খুঁজেও গনমের কোনও খোঁজ মেলেনি। সোমবার তিনি আবার ফিরে এলেন। তবে তিনি কোথায় ছিলেন, কী হয়েছিল তাঁর সঙ্গে, সেসব কথা বলার মত অবস্থায় তিনি নেই বলেই জানিয়েছে পুলিশ। ভয়ংকর মানসিক চাপের মধ্যে রয়েছেন চেন্নাইয়ের এই উঠতি মডেল। প্রসঙ্গত গনমের সঙ্গে একটি ছেলের সম্পর্ককে ঘিরে তাঁর পরিবারে অশান্তি ছিল।

 

Share