National

পাঠানকোটে পরিত্যক্ত ব্যাগ, সতর্কতা জারি

Published by
News Desk

২০১৫ সালে পঞ্জাবের পাঠানকোটে ভারতীয় সেনাঘাঁটিতে হামলার পর থেকেই সেখানে সুরক্ষা বন্দোবস্ত কঠিন বলয়ে ঘেরা। তারমধ্যেই রবিবার রাতে এখানকার মামুন আর্মি ক্যান্টনমেন্টের কাছে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে উত্তেজনা ছড়ায়। একজন স্থানীয় মানুষই প্রথম ব্যাগটির খবর দেন। তারপরই আটার ব্যাগের মত দেখতে ব্যাগটি ঘিরে ফেলা হয়। পুলিশ সূত্রের খবর, ব্যাগের মধ্যে থেকে ৩টি সেনা পোশাক উদ্ধার হয়েছে। এই ঘটনার পর সোমবার সকাল থেকেই পাঠানকোট জুড়ে হাইঅ্যালার্ট জারি হয়েছে। ব্যাগটি কীভাবে সেখানে এল তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Share