National

মহারাষ্ট্র ও কেরালার হাত ধরে দেশে মৃত্যু প্রায় সাড়ে ছশো

দেশে দৈনিক সংক্রমণ এদিন সাড়ে ৩৭ হাজারে থেমেছে। এদিকে দেশের ২ রাজ্য মহারাষ্ট্র ও কেরালার হাত ধরে দেশে মৃত্যু পৌঁছেছে প্রায় সাড়ে ছশোয়।

Published by
News Desk

দেশে দৈনিক সংক্রমণ বেশ কিছুদিন ধরেই ৩৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে। এদিন তা ৩৭ হাজারের ঘরে থেমেছে।

গত একদিনে দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৫৯৩ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৫ লক্ষ ১২ হাজার ৩৬৬ জন।

এদিন ১৭ লক্ষ ৯২ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। এদিন মৃতের সংখ্যা মহারাষ্ট্র ও কেরালার হাত ধরে প্রায় সাড়ে ছশো ছুঁয়েছে।

গত একদিনে মৃত্যু হয়েছে ৬৪৮ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৫ হাজার ৭৫৮ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।

মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ২৮৮ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৭৩ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে গত একদিনে মৃতের সংখ্যা।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন বেড়েছে। এদিন বেড়েছে ২ হাজার ৭৭৬ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ২২ হাজার ৩২৭ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়ে আছে ০.৯৯ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা কম হয়েছে এদিন। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ১৬৯ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৭ লক্ষ ৫৪ হাজার ২৮১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৬৭ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts