National

দেশে গতদিনের তুলনায় ১০ শতাংশ কমল সংক্রমণ, সামান্য বাড়ল মৃত্যু

দেশে দৈনিক সংক্রমণ গতদিনের চেয়ে ১০ শতাংশ কমে গেল। দেশে মৃত্যু অবশ্য এদিন গতদিনের তুলনায় সামান্য বেড়েছে। ৪০০-র ওপর গেছে মৃত্যু।

Published by
News Desk

দেশে দৈনিক সংক্রমণ এদিন গতদিনের তুলনায় ১০ শতাংশ কমে গেল। দেশে দৈনিক সংক্রমণ বেশ কিছুদিন ধরেই ৩৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে। আগের দিনই তা ৩৫ হাজারের নিচে নেমেছিল। এদিন তা আরও নিচে নেমেছে।

একদিনে দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৯৪৮ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার ২৩৪ জন।

এদিন ১৫ লক্ষ ৮৫ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। আগের দিনের থেকে দেড় লক্ষ কমেছে নমুনা পরীক্ষা। এদিন মৃতের সংখ্যা গত দিনের তুলনায় সামান্য বেড়েছে।

গত একদিনে মৃত্যু হয়েছে ৪০৩ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৪ হাজার ৩৬৭ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৪৫ জনের। মহারাষ্ট্র ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন কমেছে। এদিন কমেছে ৭ হাজার ৯৪২ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৫৩ হাজার ৩৯৮ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়েছে ১.০৯ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ৪৮৭ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৬ লক্ষ ৩৬ হাজার ৪৬৯ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.৫৭ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts