National

দেশে গতদিনের তুলনায় ৫.৭ শতাংশ কমল সংক্রমণ, কমল মৃত্যুও

দেশে দৈনিক সংক্রমণ গতদিনের চেয়ে ৫.৭ শতাংশ কমে গেল। দেশে মৃত্যুও এদিন গত দিনের তুলনায় অনেকটা কমেছে। ৪০০-র নিচে নেমেছে মৃত্যু।

Published by
News Desk

দেশে দৈনিক সংক্রমণ এদিন গত দিনের তুলনায় ৫.৭ শতাংশ কমে গেল। দেশে দৈনিক সংক্রমণ বেশ কিছুদিন ধরেই ৩৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে। এদিন তা ৩৫ হাজারের সামান্য নিচে নেমেছে।

একদিনে দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৪৫৭ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৩ লক্ষ ৯৩ হাজার ২৮৬ জন।

এদিন ১৭ লক্ষ ২১ হাজার ২০৫টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। আগের দিনের থেকে দেড় লক্ষ কমেছে নমুনা পরীক্ষা। এদিন মৃতের সংখ্যা গত দিনের তুলনায় অনেকটাই কমেছে।

গত একদিনে মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৩ হাজার ৯৬৪ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১০৫ জনের। মহারাষ্ট্র ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃত্যু সংখ্যা।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন কমেছে। এদিন কমেছে ২ হাজার ২৬৫ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬১ হাজার ৩৪০ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়ে আছে ১.১২ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৩৪৭ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লক্ষ ৯৭ হাজার ৯৮২ জন। সুস্থতার হার দাঁড়িয়ে আছে ৯৭.৫৪ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts