বর্তমানে ভ্যানিস হয়ে যাওয়া প্রধানমন্ত্রীর সেই মন্দির ও মূর্তি, ছবি - আইএএনএস
স্বাধীনতা দিবসের দিন ঘটা করেই উদ্বোধন হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্দির। যেখানে তাঁর একটি আবক্ষ মূর্তিও ছিল। মন্দিরটি তৈরি হয়েছিল পুনের অউন্ধ এলাকায়।
রাস্তার ধারে তৈরি হয়েছিল এই মন্দির। স্থানীয় এক বিজেপি কর্মী ময়ূর মুণ্ডে উদ্যোগ নিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। তারপর স্বাধীনতা দিবসের দিন এক প্রবীণ স্বাধীনতা সংগ্রামীকে দিয়ে নরেন্দ্র মোদীর সেই মন্দিরের উদ্বোধনও করা হয়।
এই পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্দির প্রতিষ্ঠা নিয়ে সমালোচনার ঝড় তোলে মহারাষ্ট্রে ক্ষমতাসীন সরকারের শরিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও কংগ্রেস। রাজনৈতিক সমালোচনার পাশাপাশি স্থানীয় মানুষও বিষয়টি নিয়ে প্রতিবাদে মুখর হন।
মন্দির তৈরির পর থেকেই প্রবল সমালোচনার মুখে পড়ে যায় মন্দিরটি। পুনের এনসিপি প্রেসিডেন্ট এই মন্দিরের নির্মাণই বেআইনি বলে দাবি করে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন।
এরপরই গত বুধবার রাতে কেউ বা কারা এই মন্দির কার্যত ভ্যানিস করে দেন রাস্তার ধার থেকে। কারা এটা করেছে তা পরিস্কার নয়। তবে বৃহস্পতিবার সকাল থেকে এই মন্দিরের চিহ্ন নেই। নেই নরেন্দ্র মোদীর আবক্ষ মূর্তিও।
কোথায় তা ভ্যানিস হয়েছে তা অজানা। তবে এতে সমালোচনা থেমেছে। রাজনৈতিক মহল মনে করছে এটা বিজেপিই উদ্যোগ নিয়ে করেছে। কারণ যেভাবে এই মন্দিরকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠছিল তা দলের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা