National

দেশে আরও কমল দৈনিক সংক্রমণ, কমেছে মৃত্যুও

দেশে দৈনিক সংক্রমণ এদিন গত দিনের তুলনায় ৮.৭ শতাংশ কম হয়েছে। এদিকে দেশে মৃত্যুও এদিন গত দিনের তুলনায় কিছুটা কমেছে।

Published by
News Desk

দেশে দৈনিক সংক্রমণ এদিন গত দিনের তুলনায় ৮.৭ শতাংশ কমল। দেশে দৈনিক সংক্রমণ বেশ কিছুদিন ধরেই ৩৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে। এদিন তার চেয়েও নেমেছে সংক্রমণ।

এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২২ লক্ষ ২৫ হাজার ৫১৩ জন।

এদিন ১১ লক্ষ ৮১ হাজার ২১২টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। আগের দিনের চেয়ে প্রায় ৭ লক্ষ কম হয়েছে নমুনা পরীক্ষা। এদিন মৃতের সংখ্যা গত দিনের চেয়ে সামান্য কমেছে।

গত একদিনে মৃত্যু হয়েছে ৪১৭ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩১ হাজার ৬৪২ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।

মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৩০ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১০২ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন কমেছে। এদিন কমেছে ৩ হাজার ৩৮৯ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৫ হাজার ৩৩৬ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়েছে ১.১৯ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৯০৯ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লক্ষ ১১ হাজার ৯২৪ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৪৮ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts